এসএসসি পরীক্ষা ২০২৪ এর রেজাল্ট প্রকাশ হয়ে গেছে কিছুক্ষণ পূর্বে। আপনি যদি একজন এসএসসি পরীক্ষার্থী হন, তাহলে এসএসসি রেজাল্ট চেক ২০২৪ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এই পোস্টে।

এসএসসি রেজাল্ট প্রকাশ হওয়ার পর রেজাল্ট কীভাবে চেক করতে হয়, এসএসসি রেজাল্ট মার্কশিট সহ বের করার উপায় অনেকেই জানেন না। কীভাবে মাত্র ২ মিনিটে আপনার রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে SSC Result Check করবেন এই বিষয়টি নিয়ে আজকের এই পোস্ট।

তো চলুন, এসএসসি পরীক্ষা ২০২৪ এর রেজাল্ট চেক করার বিস্তারিত নিয়ম সম্পর্কে জেনে নেয়া যাক।

এসএসসি রেজাল্ট চেক ২০২৪

এসএসসি রেজাল্ট চেক করার জন্য প্রথমেই http://www.educationboardresults.gov.bd/ ওয়েবসাইট ভিজিট করতে হবে। এরপর, পরীক্ষার নাম, পরীক্ষার সাল, বোর্ড নাম, রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার লিখে ক্যাপচা পূরণ করে সাবমিট করতে হবে। তাহলে সহজেই আপনার SSC Result Check করতে পারবেন।

এসএসসি রেজাল্ট চেক করার নিয়ম
এসএসসি রেজাল্ট চেক করার নিয়ম

এসএসসি রেজাল্ট সবার আগে চেক করার জন্য নিম্নে উল্লেখ করে দেয়া ধাপগুলো অনুসরণ করুন —

  • প্রথমেই ভিজিট করুন http://www.educationboardresults.gov.bd/ ওয়েবসাইট।
  • এরপর, Examination লেখার পাশে থেকে SSC/Dakhil সিলেক্ট করুন।
  • Year লেখার পাশে থেকে 2024 সিলেক্ট করুন এবং Board লেখার পাশে থেকে আপনার বোর্ডের নাম সিলেক্ট করুন।
  • এখন আপনার রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার লিখুন। অতঃপর, ক্যাপচা কোড লিখে সাবমিট বাটনে ক্লিক করুন।

উপরোক্ত ৪টি ধাপ অনুসরণ করার মাধ্যমে অনেক সহজেই এসএসসি পরীক্ষার রেজাল্ট চেক করতে পারবেন। এসএসসি পরীক্ষার রেজাল্ট চেক করার জন্য উপরোক্ত ওয়েবসাইটে প্রবেশ করতে না পারলে নিচে উল্লেখ করে দেয়া বিকল্প পদ্ধতি অনুসরণ করুন।

এসএসসি রেজাল্ট দেখার নিয়ম

এসএসসি রেজাল্ট দেখার জন্য https://eboardresults.com/bn/ebr.app/home/ ওয়েবসাইট ভিজিট করুন। এরপর, পরীক্ষার নাম, পরীক্ষার সাল, বোর্ডের নাম নির্বাচন করুন এবং ফলাফলের ধরণ থেকে একক/বিস্তারিত ফলাফল সিলেক্ট করে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার লিখুন। অতঃপর, ক্যাপচা কোড পূরণ করে ফলাফল দেখুন বাটনে ক্লিক করুন।

এসএসসি রেজাল্ট চেক ২০২৪
এসএসসি রেজাল্ট চেক ২০২৪

এই পদ্ধতিটি অবলম্বন করার মাধ্যমে মাত্র কয়েক মিনিটে আপনার এসএসসি পরীক্ষার রেজাল্ট চেক করতে পারবেন। এসএসসি পরীক্ষার রেজাল্ট মার্কশিট সহ চেক করার জন্য এই পদ্ধতিটি অনুসরণ করুন। যদি বুঝতে না পারেন, তাহলে নিম্নে উল্লিখিত ধাপগুলো অনুসরণ করুন।

এসএসসি রেজাল্ট চেক মার্কশিট সহ

  • প্রথমেই ভিজিট করুন https://eboardresults.com/bn/ebr.app/home/ ওয়েবসাইট
  • পরীক্ষার নাম, পরীক্ষার সাল, বোর্ডের নাম ও ফলাফলের ধরণ নির্বাচন করুন
  • রোল নাম্বার ও রেজিস্ট্রেশন নাম্বার লিখে ক্যাপচা কোড পূরণ করে সাবমিট করুন

এই তিনটি ধাপ অনুসরণ করার মাধ্যমে মার্কশিট সহ এসএসসি রেজাল্ট চেক করতে পারবেন।

রোল নাম্বার দিয়ে এসএসসি রেজাল্ট দেখার নিয়ম

শুধুমাত্র রোল নাম্বার দিয়ে এসএসসি পরীক্ষার রেজাল্ট চেক করতে মোবাইলের টেক্সট ম্যাসেজ অপশন থেকে SSC<>বোর্ডের নাম<>রোল নাম্বার<>পরীক্ষার সাল লিখে 16222 নাম্বারে একটি ম্যাসেজ সেন্ড করতে হবে। ম্যাসেজ সেন্ড করার পর ফিরতি ম্যাসেজে আপনার এসএসসি পরীক্ষার রেজাল্ট জানিয়ে দেয়া হবে।

আপনার কাছে যদি রেজিস্ট্রেশন নাম্বার না থাকে কিংবা রেজিস্ট্রেশন নাম্বার ভুলে যান, তাহলে শুধুমাত্র রোল নাম্বার দিয়ে এসএসসি পরীক্ষার রেজাল্ট চেক করতে পারবেন। এজন্য, উপরে উল্লেখ করে দেয়া পদ্ধতিটি অনুসরণ করুন।

রেজিস্ট্রেশন নাম্বার ছাড়া রেজাল্ট বের করার নিয়ম

  • প্রথমেই মোবাইলের ম্যাসেজ অপশন ওপেন করে নিন।
  • SSC<>বোর্ডের নাম<>রোল নাম্বার<>পরীক্ষার সাল এভাবে একটি ম্যাসেজ লিখুন। (Ex: SSC DHA 145963 2024)
  • এরপর, উক্ত ম্যাসেজটি 16222 নাম্বারে সেন্ড করুন।

ম্যাসেজ সেন্ড করার কিছু সময় পর আপনার রেজাল্ট জানিয়ে দেয়া হতে ফিরতি ম্যাসেজের মাধ্যমে। তবে, রেজাল্ট প্রকাশ হওয়ার পূর্বে ম্যাসেজ সেন্ড করতে হবে।

এসএসসি রেজাল্ট দেখার ওয়েবসাইট

এসএসসি রেজাল্ট চেক করার দুইটি ওয়েবসাইট রয়েছে। সরকারি এই দুইটি ওয়েবসাইট থেকে এসএসসি পরীক্ষার রেজাল্ট সহ বিভিন্ন বোর্ড পরীক্ষা রেজাল্ট চেক করতে পারবেন। নিচে এই দুইটি ওয়েবসাইটের লিংক দেয়া হয়েছে।

  1. https://eboardresults.com/bn/ebr.app/home/
  2. http://www.educationboardresults.gov.bd/

প্রথম ওয়েবসাইটটি থেকে মার্কশিট সহ এসএসসি রেজাল্ট চেক করতে পারবেন। দ্বিতীয় ওয়েবসাইট থেকেও আপনার এসএসসি রেজাল্ট বের করতে পারবেন মাত্র কয়েক মিনিটে। একটি ওয়েবসাইটের সার্ভার যদি জ্যাম থাকে, তাহলে অন্য ওয়েবসাইটটি দিয়ে রেজাল্ট চেক করার চেষ্টা করুন।

আরও পড়ুন — রোল নাম্বার দিয়ে এইচএসসি রেজাল্ট চেক করার নিয়ম

মার্কশীট সহ এসএসসি রেজাল্ট ২০২৪

প্রতিটি বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে মার্কশিট সহ এসএসসি রেজাল্ট প্রকাশ করা হয়ে থাকে। তবে, রেজাল্ট প্রকাশ হওয়ার সাথে সাথে আপনি মার্কশিট সহ এসব ওয়েবসাইট থেকে রেজাল্ট চেক করতে পারবেন না। নিচে প্রতিটি শিক্ষা বোর্ড এর অফিসিয়াল ওয়েবসাইটের লিংক শেয়ার করা হয়েছে।

  • http://www.rajshahieducationboard.gov.bd/
  • https://www.mymensingheducationboard.gov.bd/
  • http://www.barisalboard.gov.bd/
  • https://bise-ctg.portal.gov.bd/
  • http://www.bmeb.gov.bd/
  • https://www.dhakaeducationboard.gov.bd/
  • https://educationboard.sylhet.gov.bd/
  • https://comillaboard.portal.gov.bd/
  • https://www.jessoreboard.gov.bd/
  • http://www.dinajpureducationboard.gov.bd/

প্রতিটি বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করার পর আপনার রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার ও পরীক্ষার সাল দিয়ে মার্কশিট সহ রেজাল্ট চেক করতে পারবেন।

SMS দিয়ে এসএসসি রেজাল্ট চেক করার নিয়ম

SMS এর মাধ্যমে এসএসসি রেজাল্ট চেক করার জন্য মোবাইলের ম্যাসেজ অপশন থেকে SSC<স্পেস>বোর্ডের নাম<স্পেস>রোল নাম্বার<স্পেস>পরীক্ষার সাল এভাবে করে একটি ম্যাসেজ লিখুন। এখানে আপনার বোর্ডের নাম, রোল নাম্বার এবং পরীক্ষার সাল লিখবেন। যেমন — SSC DHA 145963 2024

এরপর, ম্যাসেজটি 16222 নাম্বারে সেন্ড করুন। ম্যাসেজটি পরীক্ষার রেজাল্ট প্রকাশ হওয়ার পূর্বে সেন্ড করতে হবে। তাহলে, রেজাল্ট প্রকাশ হয়ে গেলে ম্যাসেজের মাধ্যমে আপনার এসএসসি পরীক্ষার রেজাল্ট বের করতে পারবেন।

এসএমএস দিয়ে এসএসসি পরীক্ষার রেজাল্ট চেক করার জন্য প্রতিটি বড়দের শর্ট নাম মনে রাখতে হবে। নিচে প্রতিটি বোর্ডের শর্ট নাম উল্লেখ করে দেয়া হল।

  1. Dhaka — DHA
  2. Technical — TEC
  3. Dinajpur — DIN
  4. Barisal — BAR
  5. Jessore — JES
  6. Sylhet — SYL
  7. Madrasah — MAD
  8. Rajshahi — RAJ
  9. Chittagong — CHI
  10. Comilla — COM

এস এস সি এর গ্রেডিং সিস্টেম

এসএসসি পরীক্ষার গ্রেডিং সিস্টেম যেভাবে করা হয় তার একটি টেবিল নিচে উল্লেখ করে দেয়া হল।

মার্কগ্রেড পয়েন্টগ্রেড
৮০– ১০০5.00A+
৭০ – ৭৯4.00A
৬০– ৬৯3.50A-
৫০– ৫৯3.00B
৪০– ৪৯2.00C
৩৩– ৩৯1.00D
০ – ৩২0.00F

সারকথা

আজকের এই ব্লগে আপনাদের সাথে এসএসসি রেজাল্ট চেক করার পদ্ধতি নিয়ে আলোচনা করেছি। পোস্টটি সম্পূর্ণ পড়লে মাত্র ২ মিনিটে আপনার SSC Exam Result Check 2024 কীভাবে করবেন তা জানতে পারবেন। এমন আরও ই-সার্ভিস বিষয়ক তথ্য জানতে আমাদের ওয়েবসাইট NID Check ভিজিট করুন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments