ঘরে বসে অনেক সহজেই অগ্রণী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম নিয়ে এই পোস্টে বিস্তারিত আলোচনা করা হয়েছে। অগ্রণী ব্যাংকের সেভিংস একাউন্ট খুলতে চাইলে পোস্টটি সম্পূর্ণ পড়ুন।
অগ্রণী ব্যাংক একাউন্ট খুলতে চাইলে সরাসরি ব্যাংকের যেকোনো একটি শাখায় গিয়ে একাউন্ট ওপেন করা যায়। কিন্তু, ব্যাংকের শাখায় না গিয়েও কীভাবে একটি ব্যাংক একাউন্ট খুলতে হয় তা নিয়ে আমরা আজ বিস্তারিত জানবো।
তো চলুন, অগ্রণী ব্যাংক একাউন্ট খোলার বিস্তারিত নিয়ম সম্পর্কে জেনে নেয়া যাক।
এক নজরে পোস্টের বিষয়বস্তু
অগ্রণী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
অগ্রণী ব্যাংকে দুইটি পদ্ধতিতে একাউন্ট তৈরি করে যায়। একটি হচ্ছে, নিকটস্থ অগ্রণী ব্যাংকের যেকোনো শাখায় জয়াজগ আ করুন এবং অপরটি হচ্ছে অনলাইনে Agrani eAccount অ্যাপ দিয়ে। ব্যাংকের শাখায় গিয়ে একাউন্ট তৈরি করতে চাইলে পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, নমিনির ছবি এবং তার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি আবেদন ফরমের সাথে জমা দিতে হবে।
অগ্রণী ব্যাংকে কত প্রকার একাউন্ট আছে?
অগ্রণী ব্যাংকে আমরা মূলত ০৩ ধরনের একাউন্ট তৈরি করতে পারবো। এগুলো হচ্ছে —
- স্টুডেন্ট একাউন্ট (Student Account)
- সেভিংস একাউন্ট (Savings Account)
- কারেন্ট একাউন্ট (Current Account)
অগ্রণী ব্যাংকে আপনি মূলত উপরে উল্লিখিত এই ০৩ ধরনের একাউন্ট তৈরি করতে পারবেন। ব্যাংকের শাখায় গিয়ে একটি একাউন্ট তৈরি করতে আবেদন ফরম পূরণ করতে হয়। আবেদন ফরম পূরণ করার সময় কী কী তথ্য লাগবে এবং ফরমের সাথে কী কী কাগজপত্র জমা দিতে হবে তা নিচে উল্লেখ করে দেয়া হয়েছে।
আরও পড়ুন — ইসলামী ব্যাংক স্টুডেন্ট একাউন্ট সুবিধা
অগ্রণী ব্যাংক একাউন্ট খুলতে কি কি লাগে
অগ্রণী ব্যাংক একাউন্ট খুলতে যেসব কাগজপত্র লাগে তা নিচে উল্লেখ করে দেয়া হয়েছে।
- জাতীয় পরিচয় পত্রের ফটোকপি
- পাসপোর্ট সাইজের দুই কপি ছবি
- নমিনির পাসপোর্ট সাইজের দুই কপি ছবি
- নমিনির জাতীয় পরিচয় পত্রের ফটোকপি
- ন্যুনতম পরিমাণ টাকা জমা রাখা
- ইউটিলিটি বিলের কপি
- স্টুডেন্ট একাউন্টের ক্ষেত্রে স্টুডেন্ট আইডি কার্ড
উপরোক্ত কাগজপত্রগুলো থাকলে অগ্রণী ব্যাংকের যেকোনো শাখা থেকে একটি ব্যাংক একাউন্ট খুলতে পারবেন। অনলাইনে অগ্রণী ব্যাংকে একাউন্ট খোলার নিয়ম নিয়ে নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে। চলুন, জেনে নেয়া যাক।
অনলাইনে অগ্রণী ব্যাংকে একাউন্ট খোলার নিয়ম
অনলাইনে Agrani eAccount অ্যাপ ব্যবহার করে আমরা সেভিংস একাউন্ট তৈরি করতে পারবো নিমিষেই। অনলাইনে অগ্রণী ব্যাংক একাউন্ট তৈরি করার জন্য গুগল প্লে ষ্টোর বা অ্যাপ ষ্টোর থেকে Agrani eAccount লিখে সার্চ করে অ্যাপটি ইনস্টল করে নিন। এরপর, নিম্নোক্ত ধাপগুলো অনুসরণ করুন।
আরও পড়ুন — সহজেই ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
১/ মোবাইল নাম্বার ভেরিফাই করুন
Agrani eAccount অ্যাপটি ইনস্টল করার পর ওপেন করে নিবেন এবং ভাষা সিলেক্ট করে নিবেন। এরপর, Savings Account সিলেক্ট করে আপনার মোবাইল নাম্বার দিবেন। মোবাইল নাম্বারে একটি ভেরিফিকেশন কোড আসবে, সেটি বসিয়ে দিয়ে মোবাইল নাম্বার ভেরিফাই করে নিবেন।
২/ ভোটার আইডি কার্ড ভেরিফাই করুন
মোবাইল নাম্বার ভেরিফাই হয়ে গেলে আপনার কাছে এনআইডি কার্ডের ছবি তুলতে বলবে। পারমিশন এলাও করে দিলে ক্যামেরা ওপেন হবে। পর্যায়ক্রমে প্রথমে এনআইডি কার্ডের ফ্রন্ট সাইডের ছবি তুলবেন এবং পরে ব্যাক সাইডের ছবি তুলবেন। তারপর, আবারও পরবর্তী ধাপে যেতে Next বাটনে ক্লিক করবেন।
৩/ আবেদনকারীর ছবি আপলোড করুন
ভোটার আইডি কার্ডের ছবি আপলোড করার পর আবেদনকারীর ছবি চাইবে। ক্যামেরা অন করে আবেদনকারীর একটি সেলফি তুলবেন। ছবির ব্যাকগ্র্যান্ড সাদা রাখার চেষ্টা করবেন। অর্থাৎ, কোনো দেয়ালের কাছে গিয়ে দাড়িয়ে ছবি তুলবেন। এরপর, ছবিটি আপলোড করে দিবেন।
৪/ আবেদনকারীর তথ্য প্রদান করুন
পরবর্তী ধাপে আসলে আবেদনকারীর সকল তথ্য শো করাবে। ভোটার আইডি কার্ডের তথ্য অনুযায়ী এখানে সকল তথ্য দেখতে পারবেন। যদি কোনো তথ্যে ভুল থাকে, তবে সেগুলো শুদ্ধ করে দিবেন। এরপর, আবারও পরবর্তী ধাপে যেতে Next বাটনে ক্লিক করবেন।
আরও পড়ুন — ব্যাংকের চাকরি কি হারাম নাকি হালাল
৫/ নমিনির তথ্য প্রদান করুন
এই ধাপে নমিনির তথ্য চাইবে। নমিনির একটি ছবি আপলোড করবেন। এরপর, নমিনির নাম, আবেদনকারীর সাথে নমিনির সম্পর্ক কী তা সিলেক্ট করবেন এবং নমিনির ভোটার আইডি কার্ডের নাম্বার লিখবেন। ভোটার আইডি কার্ডের ছবি চাইলে আপলোড করে দিবেন।
এরপর, আবারও পরবর্তী ধাপে যেতে Next বাটনে ক্লিক করবেন।
৬/ ব্রাঞ্চ এবং অন্যান্য তথ্য প্রদান করুন
বিভাগ, জেলা এবং ব্রাঞ্চের নাম সিলেক্ট করুন। আপনার পেশা এবং আয়ের মাধ্যম সিলেক্ট করুন। বর্তমান এবং স্থায়ী ঠিকানা চাইলে তা লিখুন এবং ই-মেইল অ্যাড্রেস লিখুন। এরপর, আপনার চেকবুক লাগলে চেকবুক এর ঘরে টিকমার্ক দিন এবং ATM কার্ড প্রয়োজন হলে তাতে টিকমার্ক দিন। এরপর, আবারও Next বাটনে ক্লিক করুন।
৭/ সকল তথ্য যাচাই করুন
এতক্ষণ যাবত যতগুলো তথ্য প্রদান করেছেন, আবেদনকারীর নাম, পেশা, ইনকাম সোর্স, ভোটার আইডি কার্ডের তথ্য, নমিনির তথ্য ইত্যাদ দেখতে পারবেন। এসব তথ্য যাচাই করুন। কোন তথ্যে ভুল থাকলে তা সংশোধন করে নিবেন। এরপর, নিচের শর্তাবলি মেনে নিয়েছেন লেখার পাশে থাকা টিকমার্কে ক্লিক করে পরবর্তী ধাপে যাবেন।
উপরোক্ত ধাপগুলো সঠিকভাবে অনুসরণ করার পর এসএমএস এর অপেক্ষা করুন। আপনার নাম্বারে অভিনন্দন নামে একটি এসএমএস আসবে। আপনার ব্যাংক একাউন্ট তৈরি হয়েছে এবং আপনার ব্যাংক একাউন্টের নাম্বার জানিয়ে দেয়া হবে এসএমএস এর মাধ্যমে।
একাউন্ট সফলভাবে তৈরি করা হয়ে গেলে পরবর্তী ০৩ মাসের মাঝে KYC Verification সম্পন্ন করুন। ব্যাংকের শাখায় গিয়ে KYC Verification সম্পন্ন করে নেয়া হয়ে গেলে আপনার ব্যাংক একাউন্ট সম্পূর্ণভাবে ব্যবহার করতে পারবেন। তবে, KYC ভেরিফিকেশন না করলেও একাউন্ট ব্যবহার করতে পারবেন।
অগ্রণী ব্যাংকে স্টুডেন্ট একাউন্ট খুলতে কি কি লাগে
অগ্রণী ব্যাংকে স্টুডেন্ট একাউন্ট খুলতে যেসব কাগজপত্র লাগে তার একটি তালিকা নিচে উল্লেখ করে দেয়া হল —
- স্টুডেন্ট আইডি কার্ড বা একাডেমিক আইডি কার্ড
- আবেদনকারীর পাসপোর্ট সাইজের ০২ কপি ছবি
- আবেদনকারীর জন্ম নিবন্ধন সনদ বা ভোটার আইডি কার্ড
- ভোটার আইডি কার্ড থাকলে পিতা-মাতার ভোটার আইডি কার্ড লাগবেনা, ১৮ বছরের কম হলে পিতা-মাতার ভোটার আইডি কার্ড লাগবে।
উপরোক্ত ডকুমেন্টগুলো নিয়ে অগ্রণী ব্যাংকের যেকোনো একটি শাখায় গেলে অগ্রণী ব্যাংকের স্টুডেন্ট একাউন্ট তৈরি করতে পারবেন।
অগ্রণী ব্যাংকে স্টুডেন্ট একাউন্ট খোলার নিয়ম
অগ্রণী ব্যাংক স্টুডেন্ট অ্যাকাউন্ট অনলাইনে খোলা যায়না। স্টুডেন্ট একাউন্ট তৈরি করতে চাইলে আপনার নিকটস্থ অগ্রণী ব্যাংকের একটি শাখায় যাবেন এবং স্টুডেন্ট অ্যাকাউন্ট ওপেনিং এর ফরম সংগ্রহ করবেন। এরপর, সকল তথ্য দিয়ে ফরমটি পূরণ করবেন এবং প্রয়োজনীয় সকল কাগজপত্র জমা দিবেন।
এরপর, পরবর্তী ১-২ কার্যদিবসের মাঝে আপনার অগ্রণী ব্যাংক একাউন্ট তৈরি হয়ে যাবে।
অগ্রণী ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম
অগ্রণী ব্যাংক একাউন্ট চেক করার জন্য এটিএম কার্ড বা মোবাইল অ্যাপ ব্যবহার করতে পারবেন। এছাড়াও, অগ্রণী ব্যাংকের যেকোনো নিকটস্থ শাখায় গিয়েও অগ্রণী ব্যাংকের ব্যালেন্স চেক করতে পারবেন।
সাধারণত জিজ্ঞাসিত প্রশ্নাবলী
অগ্রণী ব্যাংক একাউন্ট খুলতে কত টাকা লাগে?
অগ্রণী ব্যাংকে সেভিংস একাউন্ট খুলতে ৫০০ টাকা এবং কারেন্ট একাউন্ট খুলতে ১০০০ টাকা লাগে।
একাউন্টের KYC ব্যাংকে গিয়ে কতদিনের মধ্যে সম্পন্ন করতে হয়?
অগ্রণী ব্যাংক একাউন্ট অনলাইনে খোলার ০৩ মাসের মাঝে ব্যাংকে গিয়ে KYC Verification সম্পন্ন করতে হয়।
সারকথা
অগ্রণী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম এবং অনলাইনে অগ্রণী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এই পোস্টে। অগ্রণী ব্যাংক একাউন্ট খুলতে চাইলে পোস্টটি সহযোগী হবে বলে আশা করছি।
Levels insufficient physical