আপনার NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে চেক করতে চাইলে পোস্টটি আপনার জন্যই। আপনার এনআইডি কার্ডের নাম্বার দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে চেক করতে পারবেন ১ মিনিটে।
বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশন চালু হওয়ার পর থেকে প্রত্যেক ব্যক্তিকে তার এনআইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্র দিয়ে সিম রেজিস্ট্রেশন করতে হয়। আমরা আমাদের এনআইডি কার্ড দিয়ে সিম ক্রয় করলেও আমাদের এনআইডি দিয়ে মোট কয়টি সিম রেজিস্ট্রেশন করেছি বা কোন কোন সিম রেজিস্ট্রেশন করেছি তা মনে থাকেনা।
তাই, NID Card দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন আছে চেক করা জরুরি। তো চলুন, এই বিষয়ে বিস্তারিত এবং সহজ পদ্ধতি জেনে নেয়া যাক।
এক নজরে পোস্টের বিষয়বস্তু
NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে
NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে চেক করার জন্য মোবাইলের ডায়াল প্যাড ওপেন করে *16001# কোডটি ডায়াল করতে হবে। এরপর, জাতীয় পরিচয় পত্রের শেষ ৪ ডিজিট লিখে সেন্ড করতে হবে। তাহলে ফিরতি ম্যাসেজে NID Card দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে তা জানানো হবে।
এই পদ্ধতি অনুসরণ করার জন্য আপনার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছে এমন একটি সিম বাছাই করতে হবে। এরপর, সেই সিম দিয়ে কোডটি ডায়াল করতে হবে এবং ভোটার আইডি কার্ডের শেষ ৪ ডিজিট লিখতে হবে। তাহলে, ফিরতি ম্যাসেজের মাধ্যমে কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে এবং সেগুলোর নাম্বার জানিয়ে দেয়া হবে।
NID Card দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে
ভোটার আইডি কার্ড বা NID Card দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে জানার জন্য মোবাইলের ডায়াল প্যাড ওপেন করে নিবেন। এরপর, *16001# কোডটি ডায়াল করতে হবে। অতঃপর, আইডি কার্ডের শেষ ৪ ডিজিট লিখে আবারও সেন্ড করতে হবে। তাহলে, ফিরতি ম্যাসেজে NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে তা জানিয়ে দেয়া হবে।
এই পদ্ধতি অবলম্বন করলে আপনার ভোটার আইডি কার্ড দিয়ে কয়টি সিম কার্ড রেজিস্ট্রেশন করা হয়েছে এবং সেগুলোর নাম্বার ম্যাসেজ করে জানিয়ে দেয়া হবে। তবে, আপনার এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছে এমন একটি সিম থেকে কোডটি ডায়াল করে পরবর্তী কাজগুলো করতে হবে। নয়তো, এই পদ্ধতি কাজ করবেনা।
আপনি যদি ভোটার আইডি কার্ড না পেয়ে থাকেন, তাহলে ভোটার আইডি কার্ড ডাউনলোড ২০২৪ এর পদ্ধতি অনুসরণ করলে ভোটার আইডি কার্ডের অনলাইন কপি সংগ্রহ করতে পারবেন সহজেই।
SIM Registration Check by NID
NID Card দিয়ে কয়টি Sim Registration করা হয়েছে তা চেক করার জন্য মোবাইলের ডায়াল প্যাড ওপেন করে নিতে হবে এবং *16001# কোডটি ডায়াল করতে হবে। এরপর, NID Card এর শেষ ৪ ডিজিট লিখে আবারও সেন্ড করতে হবে।
তাহলে, ফিরতি ম্যাসেজে NID Card দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে জানিয়ে দেয়া হবে।
NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে জানার উপায়
- প্রথমে মোবাইলের ডায়াল প্যাড ওপেন করে নিন
- *16001# কোডটি ডায়াল করুন
- পপ আপ মেনু আসলে NID Card এর শেষ ৪ ডিজিট লিখে সেন্ড করুন
- ফিরতি ম্যাসেজে আপনার এনআইডি দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে জানিয়ে দেয়া হবে।
এই পদ্ধতিগুলো অনুসরণ করার মাধ্যমে একটি এনআইডি কার্ড দিয়ে মোট কয়টি সিম কার্ড রেজিস্ট্রেশন করা হয়েছে তা জানিয়ে দেয়া হবে ম্যাসেজের মাধ্যমে। একই পদ্ধতি ব্যবহার করে যে কারও আইডি কার্ড দিয়ে কয়টি সিম কার্ড তোলা হয়েছে তা বের করতে পারবেন।
আরও পড়ুন —
সিম রেজিস্ট্রেশন চেক অনলাইন
একটি ভোটার আইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে তা চেক করার জন্য বিভিন্ন মোবাইল অপারেটর এর অ্যাপস এ অপশন দেয়া থাকে। সেই অপশন থেকে আপনার এনআইডি কার্ডের শেষ ৪ ডিজিট লিখে উক্ত এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে চেক করতে পারবেন।
আমার কাছে একটি রবি সিম আছে। এটি আমার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা। এমন আরও কয়টি সিম কার্ড আমার NID দিয়ে রেজিস্ট্রেশন করা জানার জন্য আমি নিচের পদ্ধতিগুলো অনুসরণ করেছি।
- প্রথমেই My Robi অ্যাপ ইনস্টল করে সিম নাম্বার দিয়ে সাইন ইন করতে হবে
- ডান দিক নিচে থেকে ৩ ডট মেনুতে ক্লিক করতে হবে এবং স্ক্রোল করে নিচের দিকে যেতে হবে
- এখানে, Your Sim নামে একটি অপশন পাবেন, সেটিতে ক্লিক করতে হবে
- এবার, আপনার NID কার্ড এর শেষ ৪ ডিজিট লিখতে হবে এবং এন্টার করতে হবে
- এখন আপনার উক্ত এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম কার্ড রেজিস্ট্রেশন করা হয়েছে তা দেখতে পারবেন
উপরোক্ত এই পদ্ধতিগুলো অনুসরণ করে মোবাইলে কোড ডায়াল করে NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে এবং অনলাইনের মাধ্যমেও কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে তা চেক করতে পারবেন।
আপনার যদি বাংলালিংক/গ্রামীনফোন/এয়ারটেল বা অন্য সিম থাকে, তবে সেগুলোর অ্যাপ ব্যবহার করেও একই পদ্ধতিতে ভোটার আইডি কার্ডের নাম্বার দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে তা জানতে পারবেন।
নিজের আইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে
আপনার নিজের আইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে জানার জন্য যেকোনো একটি সিম থেকে *16001# কোডটি ডায়াল করুন এবং আইডি কার্ডের শেষ ৪ ডিজিট লিখে সেন্ড করুন। এরপর, ফিরতি ম্যাসেজে আপনার আইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে এবং সেগুলোর নাম্বার জানিয়ে দেয়া হবে।
Sim Registration Check Code
Sim Registration Check Code হচ্ছে *16001# । এই কোডটি ডায়াল করার পর ভোটার আইডি কার্ডের শেষ ৪ ডিজিট লিখে সেন্ড করলে সেই Sim Registration Check করতে এবং সিমগুলোর নাম্বার জানতে পারবেন।
এছাড়াও, আপনার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা এমন একটি সিম কার্ড এর মোবাইল অ্যাপ থেকেও ভোটার আইডি কার্ডের শেষ ৪ ডিজিট লিখে Sim Registration Check করতে পারবেন।
NID Sim Registration Check Online Bangladesh
NID Card দিয়ে কতটি Sim Registration করা হয়েছে তা Online Check করার জন্য উক্ত সিমের অ্যাপ ডাউনলোড করতে হবে। রবি সিম হলে My Robi App, জিপি সিম হলে My GP অ্যাপ এবং যে সিম থাকবে সেটির অ্যাপ ইনস্টল করতে হবে। এরপর, অ্যাপে লগইন করে Sim Registration Check অপশনে গিয়ে ভোটার আইডি কার্ডের শেষ ৪ ডিজিট লিখে এন্টার করলে সিম রেজিস্ট্রেশন চেক করা যাবে।
সারকথা
আজকের এই ব্লগে আপনাদের সাথে NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে চেক করার পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। এনআইডি কার্ড, পাসপোর্ট, ভিসা, ব্যাংকিং, জন্ম নিবন্ধন সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান জানতে আমাদের ওয়েবসাইটটি ঘুরে দেখার আমন্ত্রণ রইলো।
আমার নাম মোহাম্মদ রকিবুল আমার কি এনআইডি স্মার্র কার্ড এসেছে এন আইডি নাম্বার 9156111016
পোস্টে বিস্তারিত পদ্ধতি উল্লেখ করে দেয়া হয়েছে। অনুসরণ করার মাধ্যমে নিজেই আপনার স্মার্ট আইডি কার্ড চেক করতে পারবেন।