NID একাউন্ট লক হয়ে গেছে? এনআইডি একাউন্ট লক হলে করণীয় কী জানে না? NID একাউন্ট লক হয়ে গেলে করণীয় কী তা নিয়ে আজকের এই ব্লগে সঠিক তথ্য শেয়ার করবো আপনাদের সাথে।

NID Card Online Check করতে গেলে কিংবা ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে গেলে কিছু ভুলের কারণে আমাদের এনআইডি একাউন্ট লক হয়ে যায়। লক হয়ে গেলে আমরা ভোটার আইডি কার্ড চেক করতে বা ডাউনলোড করতে পারবো না। কীভাবে এই সমস্যা সমাধান করতে হয় অনেকেই জানেন না।

তো চলুন, এনআইডি একাউন্ট লক হলে করণীয় কী তা সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেয়া যাক।

NID Account Locked হওয়ার কারণ

NID Account লক হওয়ার কয়েকটি কারণ রয়েছে। নিজের ভুলের কারণে কিংবা অন্য কেউ যদি আমাদের একাউন্টের তথ্য পেয়ে থাকে, তাহলেও এনআইডি একাউন্ট লক হতে পারে। এনআইডি একাউন্ট লক হওয়ার কয়েকটি কারণ নিচে উল্লেখ করে দেয়া হয়েছে।

  • এনআইডি একাউন্ট রেজিস্ট্রেশন করার সময় ভুল ঠিকানা নির্বাচন করা
  • এনআইডি একাউন্টে লগইন করার সময় ভুল পাসওয়ার্ড এন্টার করা

সাধারণত উপরোক্ত এই দুইটি ভুলের কারণে আমাদের এনআইডি একাউন্ট লক হয়ে থাকে। এনআইডি একাউন্ট লক হয়ে গেলে সেই একাউন্ট ব্যবহার করে ভোটার আইডি কার্ড চেক করা বা ভোটার আইডি কার্ড ডাউনলোড করা যায়না। NID একাউন্ট লক হয়ে গেলে করণীয় সম্পর্কে নিচে বিস্তারিত জানতে পারবেন।

ভুল ঠিকানা নির্বাচন করার কারণে এনআইডি একাউন্ট লক

এনআইডি কার্ড চেক করার জন্য কিংবা এনআইডি কার্ড ডাউনলোড করার জন্য বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে যখন আমরা ভোটার আইডি কার্ডের নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে একাউন্ট রেজিস্ট্রেশন করার চেষ্টা করি, তখন আমাদের কাছে বর্তমান এবং স্থায়ী ঠিকানা চাওয়া হয়।

একাউন্ট রেজিস্ট্রেশন করার সময় ভোটার ফরম পূরণ করতে যে বর্তমান ও স্থায়ী ঠিকানা নির্বাচন করা হয়েছিলো তা নির্বাচন না করে যদি ভুল ঠিকানা নির্বাচন করা হয়, তাহলে আমাদের এনআইডি একাউন্টটি তৎক্ষনাৎ লক হয়ে যেতে পারে। তাই, এনআইডি একাউন্ট রেজিস্ট্রেশন করার সময় সঠিক ঠিকানা নির্বাচন করতে হবে।

আরও পড়ুন —

ভুল পাসওয়ার্ড দিয়ে এনআইডি একাউন্টে লগইন করলে

অনেকদিন আগে এনআইডি একাউন্ট রেজিস্ট্রেশন করা হয়েছিলো, এখন লগইন করতে গিয়ে ভুল পাসওয়ার্ড দিয়েছেন। এভাবে করে একের অধিক বা ৩ বার ভুল পাসওয়ার্ড দিয়ে লগইন করার চেষ্টা করেছেন, তাহলে আপনার এনআইডি একাউন্টটি লক হয়ে যেতে পারে।

এনআইডি একাউন্টে লগইন করার সময় ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হয়। তাই, এনআইডি একাউন্ট রেজিস্ট্রেশন করার সময় যে ইউজারনেম এবং পাসওয়ার্ড দেয়া হয়েছিলো, সেটি মনে রাখতে হবে বা কোথাও লিখে রাখতে হবে। তাহলে পরবর্তীতে লগইন করার সময় ভুল হবেনা।

NID একাউন্ট লক হয়ে গেলে করণীয়

এনআইডি একাউন্ট লক হলে তিনটি পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে আমাদের NID একাউন্ট লক থেকে আনলক করতে পারি। এই পদ্ধতিগুলো নিচে উল্লেখ করে দেয়া হয়েছে —

  • অটোমেটিক এনআইডি একাউন্ট আনলক
  • NID হেল্পসেন্টার 105 নাম্বারে কল দিয়ে আনলক করা
  • নির্বাচন কমিশন অফিসে যোগাযোগ করে আনলক করা

উপরোক্ত এই তিনটি পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে NID একাউন্ট লক হলে আমরা তা আনলক করতে পারি। নিচে এই পদ্ধতিগুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করা হয়েছে।

আরও পড়ুন —

অটোমেটিক এনআইডি একাউন্ট আনলক

এনআইডি একাউন্ট লক হলে করণীয় হচ্ছে একাউন্ট লক হওয়ার পর থেকে ৭ দিন পর্যন্ত একাউন্টে লগইন করার চেষ্টা না করা। ভুল ঠিকানা দিয়ে রেজিস্ট্রেশন করতে গিয়ে কিংবা ভুল পাসওয়ার্ড দিয়ে লগইন করতে গিয়ে NID একাউন্ট লক হলে তখন থেকে পরবর্তী ৭ দিন একাউন্টে লগইন বা রেজিস্ট্রেশন করার চেষ্টা না করলে একাউন্ট অটোমেটিক আনলক হয়ে যায়।

NID হেল্পসেন্টার 105 নাম্বারে কল দিয়ে আনলক করা

NID একাউন্ট লক হয়ে গেলে এনআইডি হেল্পসেন্টারে 105 নাম্বারে কল দিয়ে একাউন্ট লক হওয়ার বিষয়টি জানাতে হবে। এরপর, তারা আপনার থেকে আপনার এনআইডি কার্ড সংক্রান্ত সকল তথ্য নিবে। অতঃপর, সবকিছু যাচাই করে তারা আপনার এনআইডি একাউন্টটি আনলক করে দিবে।

নির্বাচন কমিশন অফিসে যোগাযোগ করে আনলক করা

NID একাউন্ট লক হলে উপরোক্ত দুইটি পদ্ধতি অবলম্বন করেও যদি আনলক করা সম্ভব না হয়, তাহলে নির্বাচন কমিশন অফিসে যোগাযোগ করতে হবে এবং এনআইডি একাউন্ট লক হওয়ার বিষয়টি জানাতে হবে। এরপর, তারা আপনার দেয়া সকল তথ্য যাচাই করে আপনার এনআইডি একাউন্ট কিনা তা যাচাই করবে। এরপর, সবকিছু ঠিক থাকলে আপনার এনআইডি একাউন্টটি আনলক করে দিবে।

আরও পড়ুন — স্মার্ট কার্ড চেক করার নিয়ম

উপরোক্ত তিনটি পদ্ধতি অবলম্বন করলে NID একাউন্ট লক হলে আপনার একাউন্টটি আনলক করে নিতে পারবেন। কেউ আপনার তথ্য দিয়ে এনআইডি একাউন্ট রেজিস্ট্রেশন করার চেষ্টা করার সময় ভুল করলে বা আপনি ভুল তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে গেলে একাউন্ট লক হয়ে যেতে পারে।

এছাড়াও, আপনার তথ্য চুরি করে কেউ যদি আপনার এনআইডি একাউন্টে লগইন করার চেষ্টা করে বা আপনি ভুল ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে একাউন্টে লগইন করার চেষ্টা করেন, তাহলে একাউন্ট লক হয়ে যাবে। NID একাউন্ট লক হয়ে গেলে করণীয় কী তা তো ইতোমধ্যে জেনে গেছেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *