জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করা যাবে কি না অনেকেই জানতে চান। যাদের এখনো এনআইডি কার্ড হয়নি, তাদের অনেক কাজে পাসপোর্ট প্রয়োজন হয়। আপনিও যদি জন্ম সনদ দিয়ে পাসপোর্ট করতে চান, তবে এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন।
আজকের এই পোস্টে আপনাদের সাথে আলোচনা করবো, জন্ম নিবন্ধন সনদ দিয়ে পাসপোর্ট করা যাবে কি না। যারা এখনো জাতীয় পরিচয় পত্র হাতে পাননি বা এখনো ভোটার হননি, তারা চাইলে জন্ম নিবন্ধন সনদ দিয়েই পাসপোর্ট করতে পারবেন। কিভাবে করতে হবে এবং পদ্ধতি কি এই বিষয় নিয়ে বিস্তারিত জেনে নেয়া যাক।
এক নজরে পোস্টের বিষয়বস্তু
জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করা যাবে কি না
জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করা যাবে। তবে, শর্ত হচ্ছে আপনাকে ২০ বছর বয়সের কম হতে হবে এবং আপনার জন্ম সনদের ইংরেজি তথ্য অনলাইনে থাকতে হবে। তাহলেই, জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করতে পারবেন।
অনেক সময়, শিশু বাচ্চা বা নাবালক দের দেশের বাইরে অভিভাবকদের সঙ্গে যেতে হয়। এক্ষেত্রে, তাদের জন্য আলাদা করে পাসপোর্ট তৈরি করা সম্ভব না। তাই, ২০ বছরের কম বয়সীদের এনআইডি কার্ড ছাড়াও জন্ম নিবন্ধন সনদ দিয়ে পাসপোর্ট করা যাবে।
জন্ম নিবন্ধন দিতে পাসপোর্ট আবেদন করার নিয়ম
জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করার জন্য আপনার বয়স ২০ বছরের কম হতে হবে। আপনার বয়স যদি ২০ বছরের কম হয়, তবে epassport.gov.bd ওয়েবসাইট ভিজিট করুন। এরপর, একটি একাউন্ট তৈরি করে আপনার সকল তথ্য দেয়ার পর জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে আবেদন করুন।
জন্ম নিবন্ধন সনদ দিয়ে কিভাবে পাসপোর্ট আবেদন করতে হয় তা নিচে জানতে পারবেন।
ধাপ ১ – ই-পাসপোর্ট ওয়েবসাইটে একাউন্ট তৈরি করুন
প্রথমেই ভিজিট করুন epassport.gov.bd ওয়েবসাইট। এরপর, Apply Online বাটনে ক্লিক করবেন। অতঃপর, আপনার বিভাগ এবং পুলিশ স্টেশন নির্বাচন করে দিয়ে Continue বাটনে ক্লিক করবেন।
এরপর, আপনার ই-মেইল অ্যাড্রেস লিখুন। ক্যাপচা পূরণ করুন এবং Continue বাটনে ক্লিক করবেন।
একাউন্ট তৈরি করার জন্য সকল তথ্য লিখুন। জন্ম নিবন্ধন সনদ অনুযায়ী নাম লিখুন, মোবাইল নাম্বার লিখুন এবং একাউন্টের পাসওয়ার্ড সেট করে নিন। অতঃপর, Create Account এ ক্লিক করবেন। তাহলে, আপনার মেইল অ্যাড্রেসে একটি ই-মেইল আসবে। সেখানে থাকা লিংকে ক্লিক করে মেইল ভেরিফাই করে নিয়ে আপনার একাউন্টে লগইন করবেন।
একাউন্টে লগইন করার পর Apply for a new e-passport লেখার উপর ক্লিক করবেন।
Passport Type এর নিচে থেকে Ordinary Passport সিলেক্ট করে Save and continue বাটনে ক্লিক করবেন।
ধাপ ২ – ব্যক্তিগত সকল তথ্য লিখুন
এই পেজে আপনার সকল পার্সোনাল ইনফরমেশন দিবেন। ধর্ম, প্যাশন, নাম, জন্ম তারিখ, জন্মস্থান ইত্যাদি।
ধাপ ৩ – ঠিকানা নির্বাচন করুন
দেশ, এলাকা, শহর, পোস্ট অফিস, পুলিশ স্টেশন সহ সকল তথ্য উল্লেখ করে দিবেন এই ধাপে।
নিচের মতো একটি পেজ আসবে। এখানে ৩ নং No, I don’t have any previous passport/ handwritten passport সিলেক্ট করবেন। অতঃপর, নিচের বক্সে Birth Registration No. লেখার নিচের বক্সে আপনার জন্ম নিবন্ধন সনদের নাম্বার লিখে Save and Continue বাটনে ক্লিক করবেন।
এভাবে করে সকল ধাপ সঠিকভাবে সম্পন্ন করতে পারেল জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করা যাবে। আপনার নিজের জন্য কিংবা আপনার সন্তানের বয়স যদি ২০ বছরের কম হয়, তবে তার জন্য এভাবে করে জন্ম সনদের নাম্বার দিয়ে ই পাসপোর্টের আবেদন করতে পারবেন সহজেই।
পাসপোর্ট করতে কত টাকা লাগে এবং নতুন পাসপোর্ট করতে কি কি লাগে না জেনে থাকলে আমাদের ওয়েবসাইটের পোস্টগুলো পড়তে পারেন।
পাসপোর্ট আবেদন করার পর আপনার পাসপোর্ট এর অবস্থা জানতে অনলাইনে পাসপোর্ট চেক করতে পারেন।
FAQ
জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করা যাবে কি?
হ্যাঁ, আপনার বয়স যদি ২০ বছরের কম হয়, তবে জন্ম নিবন্ধন সনদ দিয়ে পাসপোর্ট এর জন্য আবেদন করতে পারবেন।
জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করতে কি কি লাগে?
জন্ম নিবন্ধন সনদ দিয়ে পাসপোর্ট করতে বয়স ২০ বছরের কম হতে হয় এবং জন্ম সনদ ইংরেজি ভার্সন অনলাইনে থাকতে হয়।
ই-পাসপোর্ট ফি কত টাকা?
ই-পাসপোর্ট ফি ৪,০২৫ টাকা থেকে শুরু করে ১৩,৮০০ টাকা অব্দি হতে পারে। পাসপোর্ট এর পৃষ্ঠার পরিমাণ, মেয়াদ এবং ডেলিভারির ধরণ এর উপর নির্ভর করে পাসপোর্ট এর দাম কম বা বেশি হতে পারে।
আজকের এই পোস্টে আপনাদের সাথে জন্ম নিবন্ধন সনদ দিয়ে পাসপোর্ট এর আবেদন করা যাবে কি না এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। আশা করছি, আপনারা পোস্টটি সম্পূর্ণ পড়েছেন। পাসপোর্ট বিষয়ক আরও তথ্য জানতে নিচের পোস্টগুলো পড়ুন।