পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করতে চান? কিন্তু, কীভাবে ভিসা চেক করতে হয় জানেন না? বিদেশ যেতে হলে ভিসা লাগবেই। হোক সেটা ভ্রমণ করার জন্য কিংবা ওয়ার্ক পারমিটে কাজ করার জন্য।

আজকের এই পোস্টে আপনাদের সাথে পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক, পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক, কাতার, কুয়েত, ওমান সহ আরও অনেক দেশের ভিসা চেক করার পদ্ধতি নিয়ে আলোচনা করবো।

পোস্টটি সম্পূর্ণ পড়লে, আপনি যে দেশে ওয়ার্ক পারমিটে বা ভ্রমণ করতে যাওয়ার জন্য ভিসা করেছেন বা ভিসা করতে চান, সেই দেশের ভিসা চেক করার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তো চলুন, শুরু করা যাক।

এক নজরে পোস্টের বিষয়বস্তু

পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক

আপনি যে দেশে যেতে চান,সেই দেশের ভিসা চেক করার জন্য আলাদা পদ্ধতি রয়েছে। অর্থাৎ, একেক দেশের ভিসা চেক করার পদ্ধতি একেক রকম। Visa Check করার জন্য নিচে উল্লিখিত টেবিল থেকে আপনি যে দেশের ভিসা চেক করতে চান, সেই দেশের নামে ক্লিক করুন।

এরপর, নতুন একটি পেজ লোড হবে। সেখানে উক্ত দেশের ভিসা চেক করার পদ্ধতি সম্পর্কে একদম বিস্তারিত জানতে পারবেন।

দেশের নামভিসা চেক পদ্ধতি
সৌদি আরবসৌদি ভিসা চেক
মালয়েশিয়ামালয়েশিয়া ভিসা চেক
ওমানওমান ভিসা চেক
কাতারকাতার ভিসা চেক
কুয়েতকুয়েত ভিসা চেক
সংযুক্ত আরব আমিরাতদুবাই ভিসা চেক
বাহরাইনবাহরাইন ভিসা চেক
আমেরিকাআমেরিকা ভিসা চেক
ইতালিইতালি ভিসা চেক
সিঙ্গাপুরসিঙ্গাপুর ভিসা চেক
অস্ট্রেলিয়াঅস্ট্রেলিয়া ভিসা চেক
ভারতইন্ডিয়ান ভিসা চেক

উপরে উল্লিখিত টেবিলে যেসব দেশের নাম দেয়া রয়েছে, সেসব দেশে আপনি যদি ভ্রমণ করার উদ্দেশ্যে যেতে চান কিংবা ওয়ার্ক পারমিটে কাজ করার জন্য যেতে চান, তবে অবশ্যই একটি ভিসা লাগবে। ভিসার জন্য আবেদন করার পর Visa Check করার জন্য উপরোক্ত দেশের নামের পাশে থাকা লিংকে ক্লিক করে পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করার পদ্ধতি জেনে নিতে পারেন।

উপরোক্ত টেবিলটিতে যেসব দেশের নামের পাশে এখনো ভিসা চেক করার পদ্ধতির টিউটোরিয়াল অ্যাড করা হয়নি, সেগুলো শীঘ্রই অ্যাড করা হবে। ধৈর্য ধরে আমাদের সাথেই থাকুন। এছাড়াও, ই-সার্ভিস বিষয়ক যেকোনো তথ্য জানতে নিচের পোস্টগুলো পড়তে পারেন। কমেন্ট করতে পারেন যেকোনো প্রশ্ন করার জন্য। এনআইডি চেক ওয়েবসাইট ভিজিট করার জন্য ধন্যবাদ।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *