বিকাশ একাউন্ট কার নামে আছে জানতে চান? বা নাম্বার দিয়ে পরিচয় বের করার পদ্ধতি খুঁজছেন? আজকের এই পোস্টে আপনাদের সাথে আলোচনা করবো কিভাবে বিকাশ একাউন্ট নাম্বার দিয়ে কিভাবে মালিকের নাম জেনে নিতে হয়।
কোনো অপরিচিত নাম্বার বা কারও বিকাশ নাম্বার কোন নামে আছে জানার প্রয়োজন হয় অনেক সময়। ছোট্ট একটি পদ্ধতি অনুসরণ করে আমরা বের করে নিতে পারবো বিকাশ একাউন্টের মালিকের নাম বা উক্ত নাম্বারের মালিকের নাম। তো চলুন, শুরু করা যাক।
এক নজরে পোস্টের বিষয়বস্তু
বিকাশ একাউন্ট কার নামে আছে
বিকাশ একাউন্ট কার নামে আছে জানার জন্য আমরা ইসলামিক ব্যাংক এর সেলফিন অ্যাপ ইন্সটল করে একাউন্ট থাকলে একাউন্টে লগইন করে, একাউন্ট না থাকলে নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করে নাম্বার দিয়ে পরিচয় বের করতে পারি। নিচে এই পদ্ধতিটি বিস্তারিত আলোচনা করেছি।
সেলফিন অ্যাপ ব্যবহার করে পরিচয় বের করা
ইসলামি ব্যাংক এর সেলফিন অ্যাপ ব্যবহার করে সহজেই যেকোনো নাম্বার এর মালিকের নাম বের করে নিতে পারবেন। যদি কোনো বিকাশ একাউন্টের মালিকের নাম বের করতে চান, তবে এই পদ্ধতি অনুসরণ করতে পারেন।
আরও পড়ুন - রকেট একাউন্ট চেক করার কোড
সেলফিন অ্যাপ ব্যবহার করে বিকাশ একাউন্ট কার নামে আছে বের করার জন্য ইসলামি ব্যাংক এর সেলফিন অ্যাপ ইন্সটল করতে হবে। এরপর, আপনার এনআইডি কার্ডের তথ্য দিয়ে একটি সেলফিন একাউন্ট তৈরি করতে হবে। সেলফিন একাউন্ট তৈরি করা হলে নাম্বার দিয়ে পরিচয় বের করতে পারবেন।
সেলফিন অ্যাপ দিয়ে বিকাশ একাউন্ট কার নামে আছে দেখার নিয়ম
সেলফিন অ্যাপ ইন্সটল করে একটি একাউন্ট তৈরি করে নিন আপনার বা পরিবারের অন্য কারও এনআইডি কার্ড দিয়ে। এরপর, নিচে উল্লিখিত ধাপগুলো অনুসরণ করে সহজেই সেলফিন অ্যাপ থেকে বিকাশ নাম্বার দিয়ে পরিচয় বের করতে পারবেন।
ধাপ ১ – সেলফিন অ্যাপ ওপেন করে পিন নাম্বার দিয়ে লগইন করুন। এরপর, Fund Transfer অপশনে ক্লিক করুন। অতঃপর, নিচে থেকে Bkash অপশনে ক্লিক করুন।
ধাপ ২ – এরপর, যে বিকাশ একাউন্ট এর নাম বের করতে চাচ্ছেন, উক্ত বিকাশ একাউন্টের নাম্বার লিখুন এবং এন্টার করুন। এবার আপনার দেয়া বিকাশ একাউন্ট কার নামে আছে দেখতে পারবেন।
এই পদ্ধতি অনুসরণ করে সহজেই বিকাশ একাউন্টের মালিকের নাম বের করতে পারবেন। এছাড়াও, বিকাশ একাউন্ট নেই এমন নাম্বার দিয়ে পরিচয় বের করতে চাইলে Fund Transfer অপশনে ক্লিক করে অন্যান্য মাধ্যমগুলোতে নাম্বার দিয়ে চেষ্টা করে দেখবেন।
যদি একাউন্ট থাকে তবে নাম দেখতে পাবেন। যেমন, নগদ একাউন্ট থাকলে নগদ একাউন্ট নাম্বার দিয়েই নাম বের করতে পারবেন।
আরও পড়ুন - বিকাশে টাকা দেখার নিয়ম
এছাড়াও, ব্রাক ব্যাংক এর ইন্টারনেট ব্যাংকিং একাউন্ট ব্যবহার উপরোক্ত পদ্ধতির মতো করেই বিকাশ একাউন্টের মালিকের নাম বের করা যায়। বিকাশ একাউন্ট কার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা আছে এটি জানার জন্য আপনি উপরের ধাপগুলো অনুসরণ করতে পারেন।
আপনার যদি একটি ব্রাক ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং এর একটি একাউন্ট থাকে, তবে সেটি ব্যবহার করেও চেক করতে পারেন।
FAQ
বিকাশ নাম্বার দিয়ে পরিচয় বের করার উপায় কি?
বিকাশ নাম্বার দিয়ে পরিচয় বের করার জন্য ইসলামি ব্যাংক এর সেলফিন অ্যাপ ব্যবহার করতে পারেন। সেলফিন অ্যাপ থেকে ফান্ড ট্রান্সফার অপশনে গিয়ে বিকাশ সিলেক্ট করে বিকাশ নাম্বার লিখে এন্টার করলে পরিচয় জানতে পারবেন।
বিকাশ একাউন্ট কোন ভোটার আইডি দিয়ে খোলা তা দেখবো কিভাবে?
বিকাশ একাউন্ট কোন ভোটার আইডি দিয়ে খোলা তা দেখার জন্য সেলফিন অ্যাপ ব্যবহার করতে পারেন। গুগল প্লে ষ্টোরে গিয়ে Cellfin লিখে সার্চ করে অ্যাপটি ইন্সটল করে নিবেন। এরপর, Fund Transfer অপশন থেকে Bkash সিলেক্ট করে নাম্বার লিখে এন্টার করলেই ভোটার আইডি কার্ড যে ব্যক্তির, তার নাম দেখা যাবে।
আজকের এই পোস্টে আপনাদের সাথে বিকাশ একাউন্টের নাম্বার দিয়ে পরিচয় বের করার পদ্ধতি নিয়ে আলোচনা করেছি। অনেক সময় কারও নাম্বার দিয়ে উক্ত নাম্বার কার নামে রেজিস্ট্রেশন করা সেটি দেখার প্রয়োজন হয়। এমতাবস্থায়, এই পদ্ধতিটি অনুসরণ করে সহজেই বিকাশে একাউন্টের মালিকের নাম বের করতে পারবেন।
পোস্ট সম্পর্কে আপনার মতামত, যেকোনো প্রশ্ন থাকলে মন্তব্য করতে পারেন। এছাড়াও, আরও এমন তথ্য জানতে নিচের পোস্টগুলো পড়তে পারেন।
Apni aktu cheak kore dite parben
Kar name khola bkash
আমাদের ফেসবুক পেজে ম্যাসেজ দিন।
Bikash nambar 01975464060
01996286596
আমার এনআইডি কার্ড দিয়ে কিস সিমে বিকাশ একাউন্ট খোলা সেটা আমার জানা নেই কি সিমে বিকাশ একাউন্ট খুলেছিলাম আমার এনআইডি কার্ড দিয়ে সেটা কি ভাবে বের করা যায় সেটা কি জানা আছে কারো?
পোস্টে উল্লেখ করে দেয়া পদ্ধতিগুলো অনুসরণ করে আপনার সবগুলো নাম্বার দিয়ে চেষ্টা করে দেখুন। যে নাম্বারে আপনার নাম দেখা যাবে, সেই নাম্বারে আপনার এনআইডি দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে।
01811115411 ভাই আমাকে সাহায্য করেন একটু??
এই বিকাশ একাউন্ট Poly Akter নামে রেজিস্টার করা।
01875264644 ey bkash ti kar nid card diye khola hoyese ektu check kore dhekben? Kindly please!
JYOTI BALA TRIPURA
01778981812 এই বিকাশ একাউন্ট কার আইডি কার্ড দিয়ে খোলা প্লিজ হেল্প মি!
MENARA KHATUN
Bro. Help me
কিভাবে সহযোগিতা করতে পারি?
01748802601এটা কার এন আইডি করা
MD Babul নামে কোনো একজন ব্যক্তির আইডি কার্ড দিয়ে এই সিমে বিকাশ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা হয়েছে।
01781920352 ata kar id card dia khola aktu bolen vai
“Josna” নামে ব্যক্তির আইডি কার্ড দিয়ে খোলা।
বিকাশ একাউন্টের এনে আইডি বের করে দেওয়া কি সম্ভব? সিম সহো একাউন্ট টি আমি চালাই, কিন্তু এখন আইডি আমার টা দিয়ে একাউন্ট খোলা নয়।
না সম্ভব নয়। আপনার এনআইডি দিয়ে নতুন করে একটি বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারেন।
01797-192689 এটা কার এন আইডি দিয়ে বিকাশখোলা
Eyasmin Akhter নামক কোনো একজনের ভোটার আইডি কার্ড দিয়ে এই নাম্বারে বিকাশ একাউন্ট রেজিস্ট্রেশন করা হয়েছে।
01766872453 একটু চেখে করে দেন
MST RESMA BEGUM নামের কারও আইডি কার্ড দিয়ে এই নাম্বারে বিকাশ একাউন্ট রেজিস্ট্রেশন করা হয়েছে।
Vai aita bolen to 01924818200
0183180**28 আমার এই বিকাশ একাউন্ট টি আমি এতো দিন লেনদেন করে আসছি। যার এন আইডি দিয়ে একাউন্ট টি খোলা তার নাম আব্দুল রহিম সম্ভবত, কিন্তু হঠাৎ আমার পিন লক হয়ে গিয়েছে, কিভাবে পিন লক টি খুলব আমার সেই এন আইডির তথ্য জানা নাই।
যে ব্যক্তির এনআইডি কার্ড দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খোলা তার তথ্য প্রয়োজন হবে। হেল্পসেন্টারে কল দিয়ে উক্ত এনআইডির তথ্য এবং সর্বশেষ লেনদেনের পরিমাণ জানাতে হবে। তাহলে আনলক করতে পারবেন।
01794525871
ভাই বিকাশ নাম্বার দিয়ে আইডি কার্ডের নম্বর কিভাবে পাব?
পোস্টটি অনুসরণ করুন। পদ্ধতিগুলো অনুসরণ করলে সহজেই বের করতে পারবেন।
অসংখ্য ধন্যবাদ
Bikash chak
Hi