জিপিএফ ব্যালেন্স চেক করতে চাচ্ছেন? কিন্তু কিভাবে GPF Balance Check 2024 করতে হয় জানেন না? এই পোস্টটি সম্পূর্ণ পড়লে জিপিএফ হিসাব দেখার নিয়ম সম্পর্কে বিস্তারিত ধারণা পাবেন।
এনআইডি কার্ডের নাম্বার এবং মোবাইল নম্বর দিয়ে কিভাবে অনলাইনে প্রভিডেন্ট ফান্ড বা জিপিএফ ব্যালেন্স হিসাব চেক করবেন তার বিস্তারিত নিয়ম দেখাবো আজ আপনাদেরকে।
জিপিএফ ব্যালেন্স চেক করার নিয়ম
cafopfm.gov.bd ওয়েবসাইট ভিজিট করুন। GPF Information সেকশনের নিচে Click Here লেখায় ক্লিক করুন। অতঃপর, এনআইডি নাম্বার এবং মোবাইল নাম্বার লিখে সাবমিট করুন। সাবমিট করলে মোবাইল আসা ভেরিফিকেশন কোড এন্টার করার পর জিপিএফ ব্যালেন্স হিসাব চেক করতে পারবেন।
GPF Balance Check 2025
- GPF Balance Check করতে cafopfm.gov.bd ওয়েবসাইট ভিজিট করুন
- GPF Information সেকশনে Click Here বাটনে ক্লিক করুন
- NID/Smart ID নাম্বার লিখুন এবং Submit বাটনে ক্লিক করুন
- নাম্বারে ভেরিফিকেশন কোড আসলে লিখে Submit করুন
এভাবে সহজেই GPF balance Check করতে পারবেন এবং আপনার GPF Information সম্পর্কে আপডেট তথ্য জানতে পারবেন।
জিপিএফ ব্যালেন্স চেক করার উপায় ২০২৫
জিপিএফ ব্যালেন্স চেক করার জন্য আপনার মোবাইলের যে কোন একটি ব্রাউজার ওপেন করে নিন এবং ব্রাউজার এর সার্চ অপশনে লিখুন GPF Balance Check বা www.cafopfm.gov.bd এই ওয়েবসাইট ভিজিট করুন। এরপর, GPF Information ট্যাবের নিয়ে থাকা Click here বাটনে ক্লিক করুন।

অতঃপর, NID/Smart ID এর নাম্বার লিখুন এবং ফোন নাম্বার লিখে সাবমিট করুন। তাহলে অনলাইনে জিপিএফ হিসাব দেখতে পারবেন অনেক সহজেই।
অনলাইন জিপিএফ হিসাব চেক করার জন্য নিচে উল্লেখ করে দেয়া ধাপগুলো অনুসরণ করুন। এতে করে কোনো সমস্যা ছাড়াই জিপিএফ ব্যালেন্স চেক করতে পারবেন।
- প্রথমেই Office of the Chief Accounts Officer Pension and Fund Management ওয়েবসাইট ভিজিট করুন
- এরপর, GPF Information Tab এর নিচে থাকা Click here বাটনে ক্লিক করুন
- এবার, আপনার NID/Smart ID এর নাম্বার লিখুন প্রথম ফাঁকা ঘরে
- দ্বিতীয় ফাঁকা ঘরে আপনার মোবাইল নাম্বার লিখুন এবং সাবমিট করুন
- এবার, আপনার ফোনে আসা কোডটি এন্টার করে ওকে করুন।
এছাড়া, জিপিএফ হিসাব চেক করার বিস্তারিত পদ্ধতি ধাপে ধাপে নিচে উল্লেখ করে দেয়া হয়েছে।
অনলাইনে জিপিএফ হিসাব দেখার নিয়ম
অনলাইনে জিপিএফ হিসাব দেখার জন্য https://www.cafopfm.gov.bd/ ওয়েবসাইট ভিজিট করতে হবে। এরপর, GPF Information এর নিচে Click Here বাটনে ক্লিক করতে হবে। তারপর, NID বা Smart Card এবং মোবাইল নাম্বার লিখে সাবমিট করতে হবে। এখন মোবাইল আসা ওটিপি কোড এন্টার করে জিপিএফ ব্যালেন্স হিসাব চেক করতে পারবেন।
জিপিএফ ব্যালেন্স চেক করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন —
ধাপ ১ – প্রথমেই https://www.cafopfm.gov.bd/ এই ওয়েবসাইট ভিজিট করুন।
ধাপ ২ – এখন GPF Information লেখার নিচে Click Here বাটনে ক্লিক করুন।

ধাপ ৩ – অতঃপর, এনআইডি বা স্মার্ট কার্ডের নাম্বার এবং মোবাইল নাম্বার লিখে সাবমিট বাটনে ক্লিক করুন।

ধাপ ৪ – মোবাইল নাম্বারে আসা ভেরিফিকেশন কোড বসিয়ে এন্টার করুন।

সাবমিট করার পর আপনার জিপিএফ ব্যালেন্স দেখতে পাবেন। এছাড়াও, Financial Year, Subscribers Name, Account No, NID এবং আরও সকল তথ্য দেখতে পাবেন। আপনি চাইলে উপরে ডান দিকে Print বাটনে ক্লিক করে জিপিএফ হিসাব pdf আকারে জিপিএফ স্টেটমেন্ট ডাউনলোড করে নিতে পারবেন।

FAQ
জিপিএফ কি?
জিপিএফ বা জেনারেল প্রভিডেন্ট ফান্ড হল বাংলাদেশের সরকারি কর্মচারীদের জন্য একটি অবসরকালীন তহবিল। সরকারি কর্মচারীদের বেতন থেকে একটি নির্দিষ্ট হারে চাঁদা কর্তন করে এই তহবিলে জমা করা হয়। সরকারি কর্মচারীদের অবসর গ্রহণের পর এই তহবিলের অর্থ থেকে তাদের পেনশন প্রদান করা হয়।
জিপিএফ কি বাধ্যতামূলক?
চাকরিতে যোগদানের দুই বছর পূর্ণ হওয়ার পর থেকে কর্মচারীর মাসিক বেতনের একটি নির্দিষ্ট অংশ স্বয়ংক্রিয়ভাবে জিপিএফে জমা হতে থাকে এবং এই তহবিলে যোগদান করা বাধ্যতামূলক।
জিপিএফ ব্যালেন্স নিয়মিত চেক করা জরুরি। এতে একজন সরকারি কর্মচারী তার অবসরকালীন আর্থিক নিরাপত্তা সম্পর্কে সঠিক ধারণা পাবেন। এই পোস্টে cafopfm gov bd GPF balance check bd 2024 সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি।
এমন আরও তথ্য জানতে প্রতিনিয়ত এনআইডি চেক ওয়েবসাইট ভিজিট করুন। এ সম্পর্কিত তথ্য পেতে নিচের পোস্টগুলো পড়তে পারেন। যেকোনো প্রশ্ন থাকলে অবশ্যই মন্তব্য করুন।
আমার জিপিএফ ব্যালেন্স চেক করব কিন্তু রেজাল্ট আসতেছে না
ঠিকভাবে পোস্টে উল্লেখ করে দেয়া পদ্ধতি অনুসরণ করলে চেক করতে পারবেন। দেখুন আপনার কোথাও ভুল হচ্ছে কিনা।
আমার সব তথ্য ঠিক কিন্তু অটিপি আসছে না। এর কারন কি
আবারও চেষ্টা করুন।
আমি চেষ্টা করছি কিন্তু মেসেজ আসছে না
কিছুক্ষণ পর আবারও চেষ্টা করুন।
জিপিএফ লোন উত্তোলনের তারিখ জানতে চাই
I need to know my gpf balance on 30.062024
পোস্টে উল্লিখিত পদ্ধতি অনুসরণ করুন।