ভোটার আইডি কার্ডে কোনো ভুল থাকলে তা সংশোধন করতে ৭ দিন থেকে ৪৫ দিন লেগে থাকে। ভোটার আইডি কার্ড সংশোধন করতে কত দিন লাগে তা নির্ভর করে থাকলে সংশোধন ক্যাটাগরির উপর। বিস্তারিত জানতে পারবেন সম্পূর্ণ পড়লে।
ভোটার আইডি কার্ডের তথ্য সংশোধন করার জন্য ভোটার আইডি কার্ড সংশোধন ফি জমা দেয়ার পর ভোটার আইডি কার্ড সংশোধন আবেদন করলে উক্ত আবেদনটি প্রথমেই নির্বাচন কমিশনের হেড অফিসে জমা হয়। এরপর, সেখানে থেকে সংশোধনের ক্যাটাগরি করা হয়।
অতঃপর, ক্যাটাগরি অনুযায়ী নির্বাচন কমিশনের হেড অফিসের মহাপরিচালক উক্ত সংশোধনগুলো উপজেলা অফিসে পাঠায়। অতঃপর, সেখান থেকে সবকিছু যাচাই করে তথ্য সংশোধন করা হয়।
জাতীয় পরিচয় পত্র সংশোধন করতে কত দিন লাগে জানতে পোস্টটি সম্পূর্ণ পড়ুন। নিচে ক্যাটাগরি সহ আরও গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করেছি।
এক নজরে পোস্টের বিষয়বস্তু
ভোটার আইডি কার্ড সংশোধন করতে কত দিন লাগে
ভোটার আইডি কার্ড সংশোধন করতে “ক” ক্যাটাগরির জন্য ৭ দিন, “খ” ক্যাটাগরির জন্য ১৫ দিন, “গ” ক্যাটাগরির জন্য ৩০ দিন এবং “ঘ” ক্যাটাগরির জন্য ৪৫ দিন সময় লেগে থাকে। তবে, সাপ্তাহিক ছুটি কিংবা সরকারি ছুটির জন্য ৩-৪ দিন কমবেশি হতে পারে।
ভোটার আইডি কার্ডের তথ্য সংশোধন করার জন্য আবেদন করলে উপরোক্ত সময়ের মাঝে আপনার তথ্য সংশোধন হয়ে যাবে। আইডি কার্ডের তথ্য সংশোধন করতে কতদিন লাগবে তা নির্ভর করে ক্যাটাগরির উপর। প্রতিটি ক্যাটাগরির জন্য ভিন্ন সময় লেগে থাকে।
নিচে ভোটার আইডি সংশোধনের ক্যাটাগরির তালিকা উল্লেখ করে দিয়েছি। এখানে থেকে প্রতিটি ক্যাটাগরিতে কী কী তথ্য সংশোধন করা হয় তা জানতে পারবেন।
জাতীয় পরিচয়পত্র সংশোধন ক্যাটাগরি
জাতীয় পরিচয় পত্র সংশোধনের আলাদা আলাদা ক্যাটাগরি রয়েছে। মোট ০৪ টি ক্যাটাগরি রয়েছে। এই ০৪ টি ক্যাটাগরিতে আলাদা আলাদা তথ্য সংশোধন করা হয়ে থাকে। নিচে ভোটার আইডি কার্ডের তথ্য সংশোধন ক্যাটাগরি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
ভোটার আইডির ক ক্যাটাগরির সংশোধনসমূহ
ভোটার আইডি সংশোধন | ক্যাটাগরির নাম | কতদিন সময় লাগে |
নামের আংশিক পরিবর্তন | ক | ০৭ দিন |
নামের বানান সংশোধন | ক | ০৭ দিন |
নামের বাংলা ও ইংরেজি মিল | ক | ০৭ দিন |
জন্ম তারিখ সংশোধন (সর্বোচ্চ ০৩ বছর) | ক | ০৭ দিন |
লিঙ্গ পরিবর্তন | ক | ০৭ দিন |
বিবাহিক অবস্থা সংশোধন | ক | ০৭ দিন |
ঠিকানা সংশোধন | ক | ০৭ দিন |
মোবাইল নাম্বার পরিবর্তন | ক | ০৭ দিন |
রক্তের গ্রুপ সংশোধন | ক | ০৭ দিন |
ভোটার আইডির খ ক্যাটাগরির সংশোধনসমূহ
ভোটার আইডি সংশোধন | ক্যাটাগরির নাম | কতদিন সময় লাগে |
স্বামী/স্ত্রীর নাম সংযোজন বা বিয়োজন | খ | ১৫ দিন |
জন্ম তারিখ সংশোধন (সর্বোচ্চ ০৫ বছর) | খ | ১৫ দিন |
শিক্ষাগত যোগ্যতা পরিবর্তন | খ | ১৫ দিন |
আঙ্গুলের ছাপ, ছবি, আইরিশ, স্বাক্ষর পরিবর্তন | খ | ১৫ দিন |
প্রতিবন্ধী/অসমর্থ | খ | ১৫ দিন |
ধর্ম পরিবর্তন | খ | ১৫ দিন |
ভোটার আইডির গ ক্যাটাগরির সংশোধনসমূহ
ভোটার আইডি সংশোধন | ক্যাটাগরির নাম | কতদিন সময় লাগে |
সম্পূর্ণ নাম পরিবর্তন (বোর্ড পরীক্ষার সনদের ভিত্তিতে) | গ | ৩০ দিন |
জন্ম তারিখ সংশোধন (০৫ বছরের বেশি) | গ | ৩০ দিন |
ভোটার আইডির ঘ ক্যাটাগরির সংশোধনসমূহ
ভোটার আইডি সংশোধন | ক্যাটাগরির নাম | কতদিন সময় লাগে |
সম্পূর্ণ নাম পরিবর্তন (অন্যান্য তথ্যের ভিত্তিতে) | ঘ | ৪৫ দিন |
জন্ম তারিখ সংশোধন (০৫ বছরের বেশি) | ঘ | ৪৫ দিন |
অর্থাৎ, ভোটার আইডি কার্ড সংশোধন করতে ০৭ দিন থেকে শুরু করে ৪৫ দিন পর্যন্ত লাগতে পারে। সংশোধনের ক্যাটাগরির উপর নির্ভর করে সময় কম বা বেশি লাগতে পারে।
ভোটার আইডি কার্ড দ্রুত সংশোধন করার উপায়
ভোটার আইডি কার্ড দ্রুত সংশোধন করার জন্য আইডি কার্ডের সংশোধন আবেদন করার সময় উপযুক্ত এবং সঠিক তথ্য ও ডকুমেন্ট সাবমিট করতে হবে। সাধারণ কিছু তথ্য সংশোধন করতে ৭ দিন থেকে ১৫ দিন পর্যন্ত লেগে থাকে। প্রমাণপত্র ঠিক থাকলে অল্প সময়ের মাঝেই সংশোধন হয়ে যায়।
FAQ
ভোটার আইডি কার্ড সংশোধন করতে কত দিন লাগে?
ভোটার আইডি কার্ড সংশোধন করতে ০৭ দিন থেকে শুরু করে ৪৫ দিন পর্যন্ত লেগে থাকে। সংশোধনের ক্যাটাগরির উপর নির্ভর করে সময় কম বা বেশি লেগে থাকে।
ভোটার আইডি কার্ড সংশোধন করতে কত টাকা লাগে?
ভোটার আইডি কার্ড সংশোধন করতে ১১৫ টাকা থেকে শুরু করে ২৩০ টাকা এবং ৩৪৫ টাকা লেগে থাকে।
এতক্ষণ যাবত আপনাদের সাথে ভোটার আইডি কার্ড সংশোধন করতে কত দিন লাগে তা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। পোস্টটি সম্পূর্ণ পড়লে জাতীয় পরিচয় পত্র সংশোধন সম্পর্কিত বিভিন্ন তথ্য জানতে পারবেন।
এনআইডি কার্ড সম্পর্কিত অন্যান্য তথ্য –
আইডি কার্ড বের করতে চাইলে | আইডি কার্ড বের করার নিয়ম |
ভোটার আইডি ডাউনলোড করতে | ভোটার আইডি কার্ড ডাউনলোড |
স্মার্ট কার্ড চেক করার উপায় | স্মার্ট কার্ড চেক |
ভোটার আইডি কার্ড চেক করতে | ভোটার আইডি কার্ড চেক |
ফরম নাম্বার দিয়ে এনআইডি বের করুন | ফরম নাম্বার দিয়ে আইডি কার্ড |
ভোটার স্লিপ হারিয়ে গেছে | ভোটার স্লিপ হারিয়ে গেলে করণীয় |
ভোটার আইডি কার্ড সংশোধন করতে চান | ভোটার আইডি কার্ড সংশোধন করতে কি কি লাগে |
ভোটার আইডি কার্ড সংশোধন ফি | ভোটার আইডি কার্ড সংশোধন করতে কত টাকা লাগে |
নতুন ভোটার হতে চান | নতুন ভোটার হওয়ার আবেদন |