ইউরোপে গিয়ে স্থায়ীভাবে বসবাস করতে চান? ইউরোপের কোন দেশে নাগরিকত্ব পাওয়া সহজ জেনে নিতে পারবেন এই পোস্ট থেকে। অতঃপর, নিয়মগুলো অনুসরণ করে ইউরোপের স্থায়ী বাসিন্দা হতে পারবেন আপনিও।
ইউরোপে বসবাসের স্বপ্ন অনেকেরই। উন্নত জীবনযাত্রার মান, শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ, ভ্রমণের স্বাধীনতা এবং ইউরোপীয় ইউনিয়নের সুবিধাগুলি উপভোগ করার জন্য অনেকেই ইউরোপীয় নাগরিকত্ব চান। কিন্তু, চাইলেই তো আর ইউরোপের যেকোনো দেশের নাগরিক হওয়া যায়না।
ইউরোপের যেকোনো দেশের নাগরিক হতে চাইলে সেই দেশের নিয়ম-কানুন অনুসরণ করতে হবে। তবেই, আপনি সেই দেশের নাগরিকত্ব অর্জন করতে পারবেন। ইউরোপের কোন দেশে নাগরিকত্ব পাওয়া সহজ, এই বিষয়ে আরও বিস্তারিত জেনে নেয়া যাক।
এক নজরে পোস্টের বিষয়বস্তু
ইউরোপের কোন দেশে নাগরিকত্ব পাওয়া সহজ
ইউরোপের বিভিন্ন দেশের মাঝে আয়ারল্যান্ড, পর্তুগাল, স্পেন, জার্মানি, ফ্রান্স ইত্যাদি দেশে নাগরিকত্ব পাওয়া অনেক সহজ। ১ বছর থেকে শুরু করে ৮ বছর এসব দেশে বসবাস করলে কিংবা সেই দেশের নাগরিককে বিবাহ করলে নাগরিকত্ব পাওয়া যায়।
ইউরোপের বিভিন্ন দেশের নিয়ম ভিন্ন। কোনো দেশে মাত্র ১ বছর বসবাস করলে, আবেদন করার মাধ্যমে সেই দেশের নাগরিকত্ব নেয়া যায়। আবার কিছু দেশে ৪ বছর থেকে শুরু করে ৮ বছর পর্যন্ত বসবাস করতে হয় নাগরিকত্ব পাওয়ার জন্য। এছাড়াও, কোনো দেশে সেই দেশের নাগরিককে বিয়ে করলেও নাগরিকত্ব পাওয়া যায়।
আরও পড়ুন —
ইউরোপের যেসব দেশে নাগরিকত্ব পাওয়া সহজ
ইউরোপের একটি দেশ, স্পেনে নাগরিকত্ব পেতে চাইলে স্পেনের একজন নাগরিকের সাথে ১ বছরের বৈবাহিক সম্পর্ক থাকতে হবে কিংবা ২ বছর স্পেনে বসবাস করলে স্পেনের নাগরিকত্ব পাওয়া যাবে।
আয়ারল্যান্ডে এ মাত্র ৪ বছর বসবাস করার পর সেখানের নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করা যায়। আবেদন করার মাধ্যমে এই দেশে নাগরিকত্ব নিতে পারবেন। এছাড়া, বিনিয়োগ করলে আরও দ্রুত নাগরিকত্ব পাওয়া যায়।
পর্তুগালে মাত্র ৫ বছর বসবাস করার মাধ্যমে নাগরিকত্ব নেয়া যায়। ৫ বছর বসবাস করার পর পর্তুগালের নাগরিকত্ব নেয়ার জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার পর, অনুমোদন হলে আপনি পর্তুগালের নাগরিক হিসেবে সেখানে স্থায়ীভাবে বসবাস করতে পারবেন।
ফ্রান্সে মাত্র ৫ বছর বসবাস করার পর সেখানে স্থায়ীভাবে বসবাস করার জন্য নাগরিকত্ব পেতে আবেদন করা যায়। তবে, ফ্রান্সের ভাষা জানতে হবে এবং আপনি ফরাসি মূল্যবোধে বিশ্বাস করেন এটি প্রমাণ করতে হবে। তবেই, নাগরিকত্ব পেয়ে স্থায়ীভাবে ফ্রান্সে বসবাস করতে পারবেন।
জার্মানিতে ৮ বছর বসবাস করার পর নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করা যায়। নাগরিকত্ব পেয়ে গেলে সেখানে স্থায়ীভাবে বসবাস করতে পারবেন। জার্মানির নাগরিক হতে চাইলে জার্মান ভাষা জানতে হবে।
ইউরোপের এসব দেশে অনেক সহজেই নাগরিকত্ব নিতে পারবেন। নাগরিকত্ব নিতে চাইলে সেখানে ২ বছর থেকে শুরু করে ৮ বছর পর্যন্ত বসবাস করতে হবে। এছাড়াও, সংশ্লিষ্ট দেশের নাগরিকের সাথে বৈবাহিক সম্পর্ক থাকলে অনেক সহজেই নাগরিকত্ব নিতে পারবেন।
সারকথা
আজকের এই ব্লগে আপনাদের সাথে ইউরোপের কোন দেশে নাগরিকত্ব পাওয়া সহজ এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। পোস্টটি সম্পূর্ণ পড়লে ইউরোপের যেসব দেশে সহজেই নাগরিকত্ব নেয়া যায় সেসব দেশ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন।