NID Check বা NID Card Check করতে চাইলে বিস্তারিত নিয়ম জানতে হবে। যারা নতুন ভোটার হয়েছেন, আপনাদের জাতীয় পরিচয় পত্র যাচাই করার মাধ্যমে জানতে পারবেন, এনআইডি কার্ড রেডি হয়েছে কি না।
আজকের এই পোস্টে আপনাদের সাথে NID Card Check Bangladesh নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
এক নজরে পোস্টের বিষয়বস্তু
NID Check
NID Card Check করার জন্য মোবাইলের ম্যাসেজ অপশন থেকে NID<Space>FORM NUMBER<Spcae>DD-MM-YYYY লিখে 105 নাম্বারে ম্যাসেজ সেন্ড করে দিন।
আপনার এনআইডি কার্ড তৈরি হয়ে থাকলে ম্যাসেজের মাধ্যমে এনআইডি কার্ড এর নাম্বার জানিয়ে দেয়া হবে।
- প্রথমে আপনার মোবাইলের ম্যাসেজ অপশনে যাবেন।
- এরপর, NID লিখে একটি স্পেস দিয়ে Form Number দিবেন, এরপর আবারও স্পেস দিয়ে জন্ম-তারিখ(তারিখ-মাস-বছর) লিখে ম্যাসেজটি 105 নাম্বারে সেন্ড করে দিবেন।
- যেমন – NID 123456 15-06-2000 লিখে ম্যাসেজটি 105 নাম্বারে সেন্ড করে দিন।
Image source: EC Bangladesh
উপরোক্ত নিয়ম অনুসরণ করে ১০৫ নাম্বারে আপনার ফর্ম নাম্বার দিয়ে ম্যাসেজ দেয়ার পর, ফিরতি ম্যাসেজে জাতীয় পরিচয় পত্রের নাম্বার জানিয়ে দেয়া হবে। এছাড়াও, আমারা চাইলে NID Card Online Check করতে পারি।
NID Card Check
জাতীয় পরিচয় পত্র যাচাই করার জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন এর ওয়েবসাইট ভিজিট করে ফর্ম নাম্বার, জন্ম তারিখ, এবং ক্যাপচা পূরণ করার মাধ্যমে NID Card Check করা যায়।
অর্থাৎ, আপনি যদি নতুন ভোটার হওয়ার জন্য ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশনে ফর্ম পূরণ ও ছবি তুলে থাকেন, তবে আপনার জাতীয় পরিচয় পত্র তৈরি হয়েছে কি না যাচাই করতে হতে পারে। কারণ, অনেক সময় বিভিন্ন কাজে এনআইডি কার্ড যাচাই করতে হয়।
জাতীয় পরিচয় পত্রের জন্য আবেদন করার সময় ফর্মের যে নিচের অংশটুকু দিয়েছে, সেটিতে থাকা ফর্ম নাম্বার দিয়ে জাতীয় পরিচয় পত্র অনুসন্ধান করা যায়। তো চলুন, জাতীয় পরিচয় পত্র অনুসন্ধান করার নিয়ম জেনে নেয়া যাক।
জাতীয় পরিচয় পত্র অনুসন্ধান
জাতীয় পরিচয় পত্র অনুসন্ধান করতে services.nidw.gov.bd ওয়েবসাইটে গিয়ে ফর্ম নাম্বার, জন্ম তারিখ, মোবাইল নাম্বার, ঠিকানা পূরণ করার পর ক্যাপচা পূরণ করে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর, NID WALLET অ্যাপ দিয়ে ফেস ভেরিফিকেশন সম্পন্ন করার মাধ্যমে আপনার এনআইডি কার্ড যাচাই করতে পারবেন।
এছাড়াও, আপনি চাইলে ফেস ভেরিফিকেশন সম্পন্ন করার পর NID CARD প্রিন্ট করে নিতে পারবেন। পরবর্তীতে এই কার্ড ব্যবহার করে যেকোনো কাজ করতে পারবেন।
জাতীয় পরিচয় পত্র যাচাই করার নিয়ম
জাতীয় পরিচয় পত্র যাচাই করার জন্য আমরা কয়েকটি পদ্ধতি অনুসরণ করতে পারি। এগুলো হচ্ছে,
- বাংলাদেশ নির্বাচন কমিশন ওয়েবসাইটের মাধ্যমে
- এসএমএস এর মাধ্যমে
- Porichoy.Gov.BD ওয়েবসাইটের মাধ্যমে
বাংলাদেশ নির্বাচন কমিশন ওয়েবসাইটের মাধ্যমে NID CHECK
বাংলাদেশ নির্বাচন কমিশন এর ওয়েবসাইট থেকে এনআইডি কার্ড অনুসন্ধান করতে প্রথমেই services.nidw.gov.bd ওয়েবসাইট ভিজিট করতে হবে। এরপর, নিচে উল্লিখিত পদ্ধতিগুলো অনুসরণ করুন।
services.nidw.gov.bd ওয়েবসাইট ভিজিট করার পর রেজিস্টার করুন বাটনে ক্লিক করুন। এরপর, জাতীয় পরিচয়পত্র নম্বর / ফর্ম নম্বর এর নিচে আপনার ফর্ম নাম্বার লিখে দিবেন। জন্ম তারিখ দেয়ার পর ক্যাপচা পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করে একাউন্ট রেজিস্টার করুন।
অতঃপর, আপনার মোবাইল নাম্বার, ঠিকানা দেয়ার পর NID WALLET অ্যাপ দিয়ে ফেস ভেরিফাই করতে হবে। তাহলে, ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন আপনার ভোটার প্রোফাইল থেকে।
এসএমএস এর মাধ্যমে NID CARD CHECK
এসএমএস এর মাধ্যমে এনআইডি কার্ড চেক করতে NID লিখে একটি স্পেস দিয়ে Form Number দিবেন, এরপর আবারও স্পেস দিয়ে জন্ম-তারিখ (তারিখ-মাস-বছর) লিখে ম্যাসেজটি 105 নাম্বারে সেন্ড করে দিবেন।
যেমন – NID 123456 15-06-2000 লিখে ম্যাসেজটি 105 নাম্বারে সেন্ড করে দিন। একই নিয়ম অনুসরণ করে এসএমএস পাঠানোর মাধ্যমে অনলাইনে NID চেক করতে পারবেন।
Porichoy.Gov.BD ওয়েবসাইটের মাধ্যমে nid card check বাংলাদেশ
nid check in bangladesh করার জন্য porichoy.gov.bd ওয়েবসাইট ভিজিট করতে হবে। এরপর, জাতীয় পরিচয় পত্রের নাম্বার দেয়ার পর আপনি অনেক তথ্য যাচাই করতে পারবেন। এগুলো হচ্ছে –
- ব্যক্তির নাম
- পিতার নাম
- মাতার নাম
- বর্তমান এবং স্থায়ী ঠিকানা
- জন্ম তারিখ
nid check bd করার মাধ্যমে আপনার জাতীয় পরিচয় পত্রের তথ্য সঠিক আছে কি না যাচাই করা যাবে। আপনি চাইলে অন্য কারও পরিচয় পত্র যাচাই করতে পারবেন এই ওয়েবসাইট থেকে। এছাড়াও, ফর্ম নাম্বার দিয়ে জাতীয় পরিচয়পত্র যাচাই করণ করতে পারবেন।
NIDCHECK ওয়েবসাইটের আজকের এই ব্লগে আপনাদের সাথে nid check online বিষয়টি শেয়ার করেছি। ই-সার্ভিস সম্পর্কিত এমন আরও ব্লগ পড়তে আমাদের ওয়েবসাইট বুকমার্ক করে রাখতে পারেন।
Nid number –2826039832
I want to check my voter id card with its id number.
Hello, We need more information to check your NID Card. Give us your birth date too.
ami ki onno karo NID correction korte parbo? jodi tar totho amar kace take?
হ্যাঁ। তবে, ফেস ভেরিফিকেশন করতে হবে।
NID card 2580036924
সঠিক কিনা যাছাই করার জন্য আকুল আবেদন।
জন্ম তারিখও লাগবে। শুধু এনআইডি কার্ডের নাম্বর দিয়ে যাচাই করা সম্ভব নয়। আপনি পোস্টে উল্লেখ করে দেয়া পদ্ধতি অনুসরণ করে নিজেই চেক করতে পারবেন।
amar smart card ache. NID card e deya phone number ti jante ki korte hobe?
এটি নিজে থেকে দেখার তেমন কোনো উপায় নেই। নির্বাচন কমিশন অফিসে যোগাযোগ করুন। অথবা, নির্বাচন কমিশনের ওয়েবসাইট ভিজিট করে ভোটার আইডি কার্ড এর নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে রেজিস্ট্রেশন করার মাধ্যমে মোবাইল নাম্বারের শেষ ডিজিট দেখতে পারবেন।
রাজশাহী দুর্গাপুর উপজেলা