NID BD বা Services nidw gov bd হচ্ছে বাংলাদেশ সরকারের নির্বাচন কমিশনের একটি ওয়েবসাইট। এই ওয়েবসাইট থেকে জাতীয় পরিচয় পত্র সংক্রান্ত সকল সেবা পাওয়া যায়। যেমন – NID Card Check, NID Card Download, NID Reissue ইত্যাদি।
NID Wing বা NIDW এর সকল সেবা পাওয়া যাবে এমন একটি ওয়েবসাইট হচ্ছে NID BD । এখানে জাতীয় পরিচয় পত্র সংক্রান্ত সকল সেবা পাওয়া যায়। বাংলাদেশের সর্বস্তরের জনগণ যেন এনআইডি কার্ড সংক্রান্ত সেবা হাতের নাগালে পায়, তাই এই ওয়েবসাইট তৈরি করা হয়েছে।
Services nidw gov bd ওয়েবসাইট থেকে কী কী সেবা পাওয়া সম্ভব এবং এসব সেবা নেয়ার জন্য কী কী পদ্ধতি অবলম্বন করতে হবে তা নিয়েই এই পোস্ট। চলুন, বিস্তারিত জেনে নেয়া যাক।
এক নজরে পোস্টের বিষয়বস্তু
NID BD
National ID Card Bangladesh বা NID BD এর সকল সেবা যেমন ভোটার আইডি কার্ড চেক, ভোটার আইডি কার্ড ডাউনলোড, ভোটার আইডি কার্ড সংশোধন এবং ভোটার আইডি কার্ড রি-ইস্যু করার জন্য Services.nidw.gov.bd ওয়েবসাইট তৈরি করা হয়েছে।
আপনি যদি ১৮ বছরের বেশি হয়ে থাকেন এবং আপনার ভোটার আইডি কার্ড হয়ে থাকে, তবে এই ওয়েবসাইট ব্যবহার করে services nidw gov bd এর nid services নিতে পারবেন। নিচে প্রতিটি সেবা সম্পর্কে বিস্তারিত এবং এসব সেবা নেয়ার পদ্ধতি উল্লেখ করে দিয়েছি।
NID Services
NID Services বলতে NID Check, NID Download, NID Reissue, NID Photo change ইত্যাদি সেবা নেয়ার কথা বলা হয়েছে। NID Services নেয়ার জন্য আপনাকে প্রথমেই services nidw gov bd ওয়েবসাইট ভিজিট করতে হবে। এরপর, সকল সেবা সেখানে থেকেই নিতে পারবেন।
এনআইডি বিডি ওয়েবসাইট থেকে সকল এনআইডি সার্ভিস নিতে চাইলে নিচে উল্লেখ করে দেয়া পদ্ধতিগুলো অনুসরণ করতে পারেন।
Services nidw gov bd
Services nidw gov bd থেকে nid services পাওয়ার জন্য প্রথমেই services.nidw.gov.bd ওয়েবসাইট ভিজিট করতে হবে। এরপর, রেজিস্টার কিংবা লগইন করার পর ভোটার আইডি কার্ড যাচাই, ভোটার আইডি কার্ড ডাউনলোড, ভোটার আইডি কার্ড সংশোধন এবং ভোটার আইডি কার্ড রি-ইস্যু সহ সকল সেবা নিতে পারবেন।
NID Wing বাংলাদেশ এর সকল সেবা সবার জন্য উন্মুক্ত করতেই এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে। এই ওয়েবসাইট থেকে আপনারা যেসব সেবা নিতে পারবেন তা নিয়ে বিস্তারিত নিচে জানতে পারবেন।
NID BD এর সকল সেবা
Services nidw gov bd ওয়েবসাইট থেকে যেসব সেবা নিতে পারবেন –
- নতুন ভোটার হওয়ার আবেদন
- জাতীয় পরিচয় পত্র অনুসন্ধান
- জাতীয় পরিচয় পত্র ডাউনলোড
- জাতীয় পরিচয় পত্র সংশোধন
- এনআইডি কার্ড রি-ইস্যু
- স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক
- ভোটার তথ্য যাচাই
- হারানো আইডি কার্ড ডাউনলোড
Services nidw gov bd ওয়েবসাইট থেকে উপরোক্ত সকল nid services নিতে পাবেন অনেক সহজেই। এনআইডি বিডি ওয়েবসাইট থেকে কী কী সেবা পাওয়া যায় তা তো জানা হলো। চলুন, এসব সেবা কীভাবে নিতে হয় তা বিস্তারিত জেনে নেয়া যাক।
নতুন ভোটার হওয়ার আবেদন
অনলাইনে নতুন ভোটার হওয়ার আবেদন করার জন্য services nidw gov bd ওয়েবসাইট ব্যবহার করতে হয়। এই ওয়েবসাইট ভিজিট করার পর প্রথমেই একটি একাউন্ট রেজিস্টার করে নিবেন। এরপর, নতুন ভোটার হওয়ার জন্য আবেদন সম্পন্ন করতে হবে।
ভোটার আবেদন করার জন্য ফরম পূরণ করতে হবে। ফরমে সকল তথ্য পূরণ করতে হবে। যেমন বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, পড়ালেখা, পিতা-মাতার নাম, বাসার বিদ্যুৎ বিল/গ্যাস বিল/পানি বিলের কপি সহ পরীক্ষার সার্টিফিকেট সাবমিট করতে হবে।
অতঃপর, আপনার আবেদন অনুমোদিত হলে উপজেলা নির্বাচন কমিশন অফিস থেকে বায়োমেট্রিক তথ্য প্রদান করার জন্য ডাকা হবে। স্বাক্ষর, ছবি, আইরিশ সহ সকল তথ্য প্রদান করা শেষে আপনি একটি জাতীয় পরিচয় পত্র পাবেন।
জাতীয় পরিচয় পত্র অনুসন্ধান
ভোটার নিবন্ধন করার পর জাতীয় পরিচয় পত্র তৈরি হয়েছে কিনা অনুসন্ধান করার মাধ্যমে জানা যায়। জাতীয় পরিচয় পত্র অনুসন্ধান করার মাধ্যমে অনলাইনে জাতীয় পরিচয় পত্র বের করা যায়।
জাতীয় পরিচয় পত্র অনুসন্ধান করার জন্য services nidw gov bd ওয়েবসাইট ব্যবহার করতে হবে। এরপর, ভোটার স্লিপ নাম্বার, জন্ম তারিখ দিয়ে একাউন্ট রেজিস্টার করে সকল তথ্য প্রদান করে মোবাইল ভেরিফিকেশন করতে হবে। অতঃপর, ফেস ভেরিফিকেশন সম্পন্ন করলে জাতীয় পরিচয়পত্র বের করতে পারবেন।
জাতীয় পরিচয় পত্র সংক্রান্ত আরও nid services পাবেন একই ওয়েবসাইটে। বিস্তারিত নিচে উল্লেখ করে দিয়েছি।
জাতীয় পরিচয় পত্র ডাউনলোড
services.nidw.gov.bd ওয়েবসাইট ভিজিট করার পর ভোটার স্লিপ নাম্বার/ভোটার আইডি কার্ডের নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে ঠিকানা ও মোবাইল ভেরিফিকেশন করতে হয়। অতঃপর, ফেস ভেরিফিকেশন সম্পন্ন করার মাধ্যমে জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করা যায়।
NID Services গুলোর মাঝে অধিকাংশ মানুষ ভোটার আইডি কার্ড ডাউনলোড করার সেবাটি অধিক গ্রহণ করে থাকেন। আপনিও এনআইডি কার্ড ডাউনলোড করার জন্য NID Wing এর সেবাগুলো উপভোগ করতে পারবেন।
জাতীয় পরিচয় পত্র সংশোধন
NID BD এর NID Services গুলোর মাঝে একটি হচ্ছে জাতীয় পরিচয় পত্র সংশোধন করা। আপনার ভোটার আইডি কার্ডে যদি নাম/পিতা-মাতার নাম/ঠিকানা/জন্ম তারিখ/ব্লাড গ্রুপে ভুল থাকে, তবে এই সেবা গ্রহণ করার মাধ্যমে সেই ভুলগুলো সংশোধন করতে পারবেন।
জাতীয় পরিচয় পত্র সংশোধন করার জন্য services.nidw.gov.bd ওয়েবসাইট ভিজিট করতে হবে। এরপর, এনআইডি একাউন্ট থেকে সংশোধনের জন্য আবেদন করতে পারবেন।
এনআইডি কার্ড রি-ইস্যু
এনআইডি কার্ড হারিয়ে গেলে বা চুরি হলে, অথবা নষ্ট হয়ে গেলে এনআইডি কার্ড রি-ইস্যু করার মাধ্যমে নতুন একটি এনআইডি কার্ড সংগ্রহ করতে পাবেন। NID Card Reissue করার জন্য services.nidw.gov.bd ওয়েবসাইট ভিজিট করতে হবে। এরপর, এনআইডি প্রোফাইলে লগইন করে রি-ইস্যু করার জন্য আবেদন করতে পারবেন।
এনআইডি কার্ড রি-ইস্যু ফি হচ্ছে ২৩০ টাকা। যা আপনাকে অনলাইনে পেমেন্ট করতে হবে আবেদন করার সময়।
স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক
স্মার্ট কার্ড হয়েছে কিনা যাচাই করার জন্য স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করতে হয়। এজন্য, services nidw gov bd ওয়েবসাইট ব্যবহার করতে পারি। এই ওয়েবসাইট ভিজিট করার পর জাতীয় পরিচয় পত্রের নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে স্মার্ট কার্ড তৈরি হয়েছে কিনা চেক করতে পারবেন।
প্রথমেই ভিজিট করতে হবে https://services.nidw.gov.bd/nid-pub/card-status/ এই ওয়েবসাইট। এরপর, এখানে স্লিপ নাম্বার/ভোটার আইডি নাম্বার এবং জন্ম তারিখ দিতে হবে। অতঃপর, ক্যাপচা কোড পূরণ করে সাবমিট করতে হবে। তাহলে smart card check করতে পারবেন।
ভোটার তথ্য যাচাই
ভোটার তথ্য যাচাই করার জন্য NID BD ওয়েবসাইট ব্যবহার করা যায়। এজন্য, যেকোনো ব্রাউজারে services.nidw.gov.bd লিখে এন্টার করতে হবে। অতঃপর, এখানে ভোটারের জাতীয় পরিচয় পত্র নাম্বার, জন্ম তারিখ দিয়ে সহজেই ভোটার তথ্য যাচাই করতে পারবেন।
এছাড়াও, বিভিন্ন কোম্পানি ভোটার তথ্য যাচাই করার জন্য NID BD ওয়েবসাইটের NID Services ব্যবহার করে থাকে।
হারানো আইডি কার্ড ডাউনলোড
NID BD ওয়েবসাইট থেকে সহজেই হারিয়ে যাওয়া ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন। এজন্য, প্রথমেই আপনাকে একটি জিডি করতে হবে। অতঃপর, জিডির কপি দিয়ে NID Reissue করার আবেদন করলে নতুন করে একটি ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন।
FAQ
service.nidw.gov bd/nid-pub
service.nidw.gov.bd/nid-pub ওয়েবসাইট ভিজিট করার পর nid services নিতে পারবেন। ভোটার আইডি কার্ড চেক, ভোটার আইডি কার্ড ডাউনলোড সহ সকল সেবা নিতে পারবেন একটি ওয়েবসাইট থেকেই।
services nidw সাইটে রেজিস্ট্রেশন করবো কিভাবে?
services nidw ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করার জন্য প্রথমেই https://services.nidw.gov.bd ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এরপর, রেজিস্টার করুন বাটনে ক্লিক করে সকল তথ্য দিয়ে রেজিস্টার করতে পারবেন।
Services nidw gov bd ওয়েবসাইটে কী কী সেবা পাওয়া যায়?
Services nidw gov bd ওয়েবসাইটে এনআইডি কার্ড চেক, এনআইডি কার্ড ডাউনলোড, স্মার্ট কার্ড চেক, ভোটার আইডি কার্ড সংশোধন, ভোটার আইডি কার্ড রি-ইস্যু সহ NID BD এর সকল সেবা নিতে পারবেন।
শেষ কথা
NID BD ওয়েবসাইট থেকে এনআইডি কার্ড এবং স্মার্ট কার্ড সংক্রান্ত সকল সেবা উপভোগ করতে পারবেন। এসব সেবা পেতে services.nidw.gov.bd লিখে ভিজিট করুন। অতঃপর, রেজিস্টার করে কিংবা লগইন করে সেবাগুলো নিতে পারবেন।
Siam
ছবি ছাড়া ভোটার তালিকা ১টি ওয়ার্ডের বেড় করা যাবে কি?
ছবি ছাড়া ভোটার তালিকা বের করতে পারবেন না।