মোবাইল নাম্বার দিয়ে পরিচয় বের করার উপায় জানতে চান? অনেকেই ফোন নাম্বার দিয়ে উক্ত নাম্বারটির মালিক কে তা খুঁজে বের করার চেষ্টা করে থাকেন। কিন্তু, সঠিক পদ্ধতি না জানার কারণে পরিচয় জানা সম্ভব হয় না।
আজকের এই ব্লগে আপনাদের সাথে মোবাইল নাম্বার দিয়ে পরিচয় জানার সহজ উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করবো। পোস্টটি সম্পূর্ণ পড়লে কীভাবে একটি ফোন নাম্বার দিয়ে নাম ও পরিচয় বের করতে হয় তা জানতে পারবেন।
এক নজরে পোস্টের বিষয়বস্তু
মোবাইল নাম্বার দিয়ে পরিচয় বের করার উপায়
মোবাইল নাম্বার দিয়ে পরিচয় বের করার কয়েকটি উপায় বা পদ্ধতি রয়েছে। কিছু পদ্ধতি অবলম্বন করে আমরা নাম্বারের মালিকের নাম ও ছবি বের করতে পারবো এবং কিছু পদ্ধতি ব্যবহার করে শুধু নাম জানতে পারবো। সাধারণত পুলিশে জিডি করার পর পুলিশ ছাড়া অন্য কারও নাম্বার দিয়ে লোকেশন ট্রাক করার উপায় নেই। তাই, আমরা আজ শুধু নাম্বারটি কার, তা বের করার পদ্ধতি সম্পর্কে জানবো।
শুধুমাত্র ফোন নাম্বার দিয়ে পরিচয় জানার পদ্ধতি গুলো কী কী তার একটি তালিকা নিম্নে উল্লিখিত –
- Cellfin App দিয়ে নাম বের করা
- Truecaller App দিয়ে নাম ও ছবি বের করা
- পুলিশের সহযোগিতায় নাম জানা ও লোকেশন ট্রাক করা
উপরোক্ত এই তিনটি পদ্ধতি অবলম্বন করে আমরা একটি ফোন নাম্বারের মালিকের নাম এবং পরিচয় বের করতে পারি। যদি পুলিশের সহযোগিতা নিতে পারেন, তবে নাম, পরিচয়, লোকেশন সব বের করতে পারবেন। তবে, নিজে থেকে চেষ্টা করতে চাইলে আমরা উপরের পদ্ধতি তিনটি ব্যবহার করতে পারি।
নাম্বার দিয়ে পরিচয় জানার প্রয়োজন কী?
অনেকের মনে হয়তোবা প্রশ্ন জাগছে যে, নাম্বার দিয়ে কারও পরিচয় বের করার কী দরকার? অনেক সময় অচেনা নাম্বার থেকে কল দিয়ে বিভিন্ন ভাবে হেনস্তা করার চেষ্টা করা হয়, বিভিন্ন অপরাধমূলক কাজ করা হয় এবং অনেক সময় টাকা দাবী করা হয়ে থাকে। এছাড়াও, অনেকেই প্রতারণা করে থাকে জন্য প্রতারিত হওয়া ব্যক্তি উক্ত ব্যক্তির নাম্বার দিয়ে পরিচয় বের করার চেষ্টা করে থাকেন।
বিভিন্ন অপরাধমূলক কাজ সংঘটিত হওয়ার কারণেই একজন ভিক্টিম সাধারণত নাম্বার দিয়ে পরিচয় জানার চেষ্টা করে থাকেন। তো চলুন, কীভাবে সিম নাম্বার দিয়ে পরিচয় বের করতে হয় জেনে নেয়া যাক।
Cellfin App দিয়ে নাম বের করা
ইসলামি ব্যাংক লিমিটেড এর মোবাইল ব্যাংকিং সংক্রান্ত একটি অ্যাপ রয়েছে। এই অ্যাপটির নাম হচ্ছে Cellfin App । সাধারণত, অনেকেই তার নাম্বার থেকে বিকাশ বা নগদ অ্যাকাউন্ট তৈরি করে থাকে। আপনি যে ব্যক্তির নাম্বার দিয়ে পরিচয় বের করার চেষ্টা করছেন, তার নাম্বার দিয়ে সেলফিন অ্যাপ ব্যবহার করে নাম বের করতে পারবেন সহজেই।
সেলফিন অ্যাপ দিয়ে নাম বের করার জন্য, প্রথমেই সেলফিন অ্যাপটি ওপেন করে নিন। আপনার যদি একটি সেলফিন অ্যাকাউন্ট না থাকে, তবে অবশ্যই একটি অ্যাকাউন্ট তৈরি করে নিন। অতঃপর, অ্যাপটি ওপেন করুন এবং আপনার নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। এখন নিচের ধাপগুলো অনুসরণ করুন।
ধাপ ১ – অ্যাপটি ওপেন করার পর Fund Transfer অপশনে ক্লিক করুন। অতঃপর, Bkash বা Nagad সিলেক্ট করুন।
ধাপ ২ – অতঃপর, আপনি যে নাম্বার দিয়ে পরিচয় জানতে চাচ্ছেন, সেটি লিখুন এবং পরবর্তী বাটনে ক্লিক করুন।
তাহলে, উক্ত নাম্বারটি দিয়ে কার নামে বিকাশ বা নগদ অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে তা জানতে পারবেন। যদি বিকাশ অপশন থেকে নাম বের করতে না পারেন, তবে নগদ সিলেক্ট করে চেষ্টা করে দেখুন। তবু যদি নাম বের করা সম্ভব না হয়, তবে নিম্নোক্ত পদ্ধতিগুলো অনুসরণ করুন।
আরও পড়ুন – বিকাশ একাউন্ট কার নামে আছে
Truecaller App দিয়ে নাম ও ছবি বের করা
মোবাইল নাম্বার দিয়ে নাম বের করার উপায়গুলোর মাঝে সবথেকে সহজ এবং সেরা পদ্ধতি হচ্ছে Truecaller অ্যাপ ব্যবহার করা। এই অ্যাপটি গুগল প্লে স্টোর কিংবা অ্যাপ ষ্টোরে পেয়ে যাবেন। প্লে স্টোর বা অ্যাপ স্টোর ওপেন করে Truecaller লিখে সার্চ করুন। অতঃপর, অ্যাপটি ইন্সটল করে নিন।
অ্যাপটি ইন্সটল করা হয়ে গেলে ওপেন করে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিন। অতঃপর, অ্যাপটির হোম পেজ থেকে Search Number ফিল্ডে আপনি যে নাম্বার দিয়ে পরিচয় বের করতে চাচ্ছেন, উক্ত নাম্বারটি লিখুন এবং এন্টার করুন। তাহলে, সেই নাম্বারটি কার সে ব্যক্তির নাম এবং ছবি দেখতে পারবেন।
এছাড়াও, অ্যাপটি ইন্সটল করার পর সকল পারমিশন দিলে আপনাকে অচেনা নাম্বার থেকে যখন কেউ কল করবে, সেই ব্যক্তির নাম এবং ছবি দেখতে পারবেন। যদি স্প্যাম কল আসে, তবে অ্যাপটি থেকে অটোমেটিক কল ব্লক করে দিবে। মোবাইল নাম্বার দিয়ে পরিচয় বের করার উপায়গুলোর মাঝে এটি সবথেকে সহজ এবং কার্যকরী উপায়।
ট্রুকলার কীভাবে কাজ করে?
ট্রুকলার অ্যাপ সাধারণত নাম্বারগুলোর ইনফরমেশন বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং অনেকের ফোন থেকে সংগ্রহ করে থাকে। এভাবে করে ট্রুকলার তাদের একটি ডাটাবেজ তৈরি করেছে। এখন কেউ যদি তাদের ডাটাবেজে থাকা নাম্বার দিয়ে সার্চ করে, তবে উক্ত নাম্বারটি কার তা জানতে পারবে।
মনে রাখতে হবে, ট্রুকলার আপ দিয়ে পরিচয় বের করার সময় সর্বদা সঠিক তথ্য পাবেন না। ট্রুকলার থেকে আপনাকে ভুল তথ্য দেয়া হতে পারে। তবে, বেশিরভাগ সময় সঠিক তথ্য পাওয়া যায়। আপনি যদি একটি নাম্বারের পরিচয় এবং লোকেশন বের করতে চান, তবে পুলিশের সহযোগিতা নেয়াই হবে সর্বোত্তম পন্থা।
ট্রুকলার – এর মতো অ্যাপ
ট্রুকলার এর মতো আরও একটি নাম্বার দিয়ে নাম ও ছবি বের করার অ্যাপ রয়েছে। এই অ্যাপটির নাম হচ্ছে Eyecon অ্যাপ। Eyecon অ্যাপটি ইন্সটল করে Truecaller অ্যাপ এর মতো করেই যে কারও নাম্বার দিয়ে পরিচয় বের করতে পারবেন। ব্যক্তির নাম এবং ছবি বের করা সম্ভব এই অ্যাপটি দিয়ে। অনেক ক্ষেত্রে, Truecaller অ্যাপের থেকে নির্ভরযোগ্য তথ্য দিয়ে থাকে এই অ্যাপটি।
পুলিশের সহযোগিতায় নাম্বার দিয়ে পরিচয় বের করা
যদি কোনো নাম্বার থেকে কল করে কিংবা অন্য কোন উপায়ে আপনাকে হয়রানি করা হয়, টাকা দাবী করা হয় বা বিভিন্নভাবে হেনস্তা করার চেষ্টা করা হয়ে থাকে, তবে আপনি নিকটস্থ থানায় গিয়ে জেনারেল ডায়েরি বা জিডি করতে পারেন। অতঃপর, পুলিশের সহযোগিতা নিয়ে উক্ত ব্যক্তির নাম এবং পরিচয় বের করতে পারবেন।
এছাড়াও, পুলিশের সহযোগিতা নিয়ে নাম্বার দিয়ে লোকেশন বের করা যায়। পুলিশের সহযোগিতা নিলে পুলিশ মোবাইল অপারেটর এর সহযোগিতা নিয়ে নাম, পরিচয় এবং রিয়েল টাইম লোকেশন বের করতে পারে। তাই, অধিক জরুরী হলে অবশ্যই পুলিশের সহযোগিতা নিন।
কোন ব্যক্তির মোবাইল নাম্বার দিয়ে কিভাবে তথ্য পাওয়া যায়?
কোন ব্যক্তির মোবাইল নাম্বার দিয়ে তার তথ্য পাওয়ার জন্য আমরা বেশ কিছু ব্যাংকের অ্যাপ ব্যবহার করতে পারি। এতে করে, উক্ত নাম্বারে টাকা সেন্ড করার সময় নাম্বারটি যে ব্যক্তির এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছে, তার নাম জানতে পারবো।
তবে, এই পদ্ধতিতে কোন ব্যক্তির মোবাইল নাম্বার দিয়ে তার ঠিকানা বা পিতা-মাতার নাম বের করা সম্ভব নয়। এজন্য, উক্ত ব্যক্তির এনআইডি কার্ডের নাম্বার প্রয়োজন হবে। আপনার কাছে যদি উক্ত ব্যক্তির এনআইডি কার্ডের নাম্বার এবং জন্ম তারিখ থাকে, তাহলে ঠিকানা বের করতে পারবেন।
এজন্য, আমাদের ওয়েবসাইটে প্রকাশিত হওয়া ভোটার আইডি কার্ড যাচাই করার নিয়ম পদ্ধতিটি অনুসরণ করতে পারেন। এতে করে, আপনি ভোটার আইডি কার্ডের বেশ কিছু তথ্য যাচাই করতে পারবেন। তাছাড়া, পুলিশের সহযোগিতা নিলে তথ্য বের করতে পারবেন আরো সহজেই।
FAQ
নাম্বার দিয়ে পরিচয় বের করা অ্যাপ
নাম্বার দিয়ে পরিচয় বের করা অ্যাপগুলো হচ্ছে Truecaller, Eyecon, Cellfin । এই অ্যাপগুলো দিয়ে যেকোনো নাম্বারের পরিচয় বের করতে পারবেন।
ফোন নাম্বার দিয়ে লোকেশন বের করার উপায়
ফোন নাম্বার দিয়ে লোকেশন বের করার জন্য সবথেকে কার্যকরী উপায় হচ্ছে পুলিশের সহযোগিতা নেয়া। জিডি করার পর তারা নাম্বার দিয়ে পরিচয় এবং লোকেশন বের করে দিবে। এছাড়াও, অপরাধীকে ধরতে সহযোগিতা করবে।
এই পোস্টে আপনাদের সাথে মোবাইল নাম্বার দিয়ে পরিচয় বের করার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। পুরো পোস্টটি পড়ে থাকলে আশা করছি এতক্ষণে নাম্বার দিয়ে নাম ও পরিচয় বের করতে সক্ষম হয়েছেন। আরও এমন কন্টেন্ট পেতে প্রতিনিয়ত আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।
Farhan Israk Vaiya Ami Onek Bipode Duijon Bekti Ekjon Meye Ekjon Chele Mile Amar Sathe Protarona Koreche Abong 55000 Hajar Taka Banker Maddhome Niyeche Doya Kore Amake Help Korun Tar Number Amar Kache Ache Shei Number Ti Muloto Kar Votar Nid Card Diye Khula Sheti Amar Proyojon Apni Ki Amake Help Korte Parben Please My Gmail:- mdrummanmunshi.official@gmail.com
আপনি আমাদেরকে মেইল করে উক্ত নাম্বারটি দিন। আমরা নাম বের করে দেয়ার চেষ্টা করবো। তবে, আপনি পোস্টে উল্লেখ করে দেয়া পদ্ধতি অনুসরণ করলে সহজেই নাম্বার দিয়ে নাম বের করতে পারবেন।
প্লিজ ভাই এই নাম্বরে লোক কে দেখতে চাই অনেক বিরক্ত করে ইস্কুলের সকল মেয়ে কে এই নাম্বারে আইডি খুলে বিরক্ত করে। আশা করি বুঝতে পারচেন
নাম্বার হলো:01823428036
01409427489 এই নাম্বার থেকে আমাকে ৫/৬ দিন ধরে হয়রানি করা হচ্ছে।
আমাকে তার পরিচয় পাওয়ার জন্য সাহায্য করবেন।
পুলিশে জিডি করুন।
+880 1606-183462 এটা একটা প্রতারকের নাম্বার। কিন্তু কে সেটা জানি না। তাকে উপযুক্ত শাস্তি কিভাবে দেওয়া যায়?
জিডি করুন এই নাম্বার নিয়ে। উপযুক্ত প্রমাণের সহিত।
Hi
Hello.
আমি বিচার চাই আমার টাকা মেরে খাইছেন এই অ্যাপ দিয়ে KHELOVIP তারা আমার টাকা ফেরত দেয় না এই অ্যাপ দিয়ে খুব প্রতারণা করে মানুষদেরকে আগের নাম্বার 01405665874. 01755753816
টাকা ইনভেস্ট করতে হয় এমন অ্যাপ ব্যবহার করা থেকে বিরত থাকুন। ওই নাম্বার থেকে যদি আপনার সাথে স্ক্যাম করে থাকে, তবে পুলিশের সহযোগিতা নিন।
01811656154
ভাই আমার অফিসের এক কলিগ টাকা ধার নিয়েছিলো কিন্তু টাকা না দিয়ে হুট করে চাকরি ছেড়ে চলে গেছে। আমি তার নাম আর নাম্বার ছাড়া আর কিছু জানি না। এখন কি করতে পারি জানাবেন প্লিজ প্লিজ প্লিজ।
আপনার অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে যোগাযোগ করে উক্ত ব্যক্তির এনআইডি কার্ডের তথ্য সহ সকল তথ্য সংগ্রহ করুন। এরপর, তার সাথে যোগাযোগ করার চেষ্টা করুন। যোগাযোগ করে টাকা আদায় করুন। আদায় করতে ব্যর্থ হলে থানায় মামলা করতে পারেন।
mdrummanmunshi.official@gmail.com
+8801610330833 এই সালার লোকেসন বের করতে হবে আছকে আমার সাহে প্রতারনা করছে কাল আপনার সাথে করবে তখন আপনারা কিকর বেন হ্যা বলে আপনারা ও ত আমার মতোন সালার বেটারে খুচবেন ওই সালার আইডি প্রতারক :Khalid Hasan (Bad Boy)
01622827583